সালাম
সালাম শব্দটি আরবি, এর অর্থ শান্তি। কাউকে সালাম দেয়া মানে তার জন্য শান্তি ও কল্যাণ কামনা করা। সালাম প্রদানের অপরিসীম গুরুত্ব হাদিসে বর্ণনা করা হয়েছে।
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের পাঁচটি হক আছে।
১. সালামের উত্তর দেয়া,
২. রােগীর সেবা করা,
৩. জানাজায় অংশগ্রহণ করা,
৪. দাওয়াত কবুল করা,
৫. হাঁচিদাতার উত্তর দেয়া। (সহীহ বুখারি হাঃ ১২৪০)
সে জন্য যখনই একে অপরের সাথে সাক্ষাৎ হবে তখনই আমরা সালাম বিনিময় করব। যে ব্যক্তি আগে সালাম দিবে সে উত্তম। সালামের উত্তর প্রদানের সময় বাড়িয়ে উত্তর দেয়া সুন্নাত। সালাম দেয়ার সময় বলবে-
উচ্চারণঃ আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ①
অর্থঃ আপনার ওপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আর সালামের উত্তর দেয়ার সময় বলবে-
উচ্চারণঃ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ②
অর্থঃ আর আপনার ওপরও শান্তি ও আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক। (মুস্তাদরাকে হাকেম, হাঃ ৩৩১৬, সিলসিলা সহীহাহ, হাঃ ১৪৪৯)
0 Comments