হাসি মাখা মুখ!
যেন ষড়যন্ত্র বিমুখ।
কখন কোথায় কিভাবে উচ্ছ্বাসিত চিবুক।
জানে একমনা।
কাকে সর্বজনা।
মিছেমিছি তাল বাহানা।
সম্মুখ বত্রিশ অক্ষত অজানা।
দুঃখহীন পৃথিবী মলিন!
যেন পঞ্চবাহু বর্ণিল।
সজ্জিত স্বাগত!
সাদাকালো মুহূর্ত।
যেন বিষাদ বিষাক্ত!
চাহিদা চাহনি অবিভক্ত।
- সম্মুখ ষড়যন্ত্র (২৯/০৮/২৪) ৬.৪৫ pm
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
🤙 01703862490 (WhatsApp)
0 Comments