Ad Code

Responsive Advertisement

একতারা তুই দেশের কথা

একতারা তুই দেশের কথা



একতারা তুই দেশের কথা
বলরে এবার বল।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।

জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে।
একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে…
আর তো চাওয়া নাই।

প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।
একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলায় আমার সুখে দুঃখে
হয় যেন গো ঠাই রে
হয় যেন গো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।

Post a Comment

0 Comments

Close Menu