#বিষয়ঃ ওষুধ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নিরাপদ নীতিঃ)
১) নিজের ডাক্তারি নিজে করবেন না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
২) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধের পূর্ণ মেয়াদী মাত্রা গ্রহণ করুন। শরীর কিছুটা সুস্থ বোধ করলেই ওষুধ বন্ধ করে দেবেন না।
৩) ওষুধের সময়কাল উত্তীর্ণ হয়ে গেলে সে ওষুধ গ্রহণ করবেন না।
৪) চিকিৎসক যদি কোনও ওষুধ দিনে তিনবার গ্রহণ করতে বলেন, তবে রুটিন মাফিক তা গ্রহণ করবেন। আপনি যদি পর পর দু'বার ওষুধ গ্রহণ করতে ভুলে গিয়ে থাকেন তবে তিনবারের ওষুধ একবারে গ্রহণ করবেন না।
৫) আপনি যদি ওষুধের কোনও রকম খারাপ প্রতিক্রিয়া লক্ষ্য করে থাকেন, তবে অতি সত্বর চিকিৎসককে জানাবেন।
৬) ওষুধের যদি লেবেল না থাকে তবে ওষুধের পরিচয় নিশ্চিত না হয়ে ওষুধ গ্রহণ করবেন না ।
৭) গর্ভবতী অবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন।
৮) প্রয়োজনের অতিরিক্ত ওষুধ সেবন করবেন না। স্বল্প মাত্রার ওষুধে যদি আপনার রোগ সেরে যায়, তবে ওষুধের মাত্রা বাড়াবেন না।
৯) যদি কোনও ওষুধের প্রতি আপনার অসহিষ্ণুতা থেকে থাকে তবে তা আপনার চিকিৎসককে জানান।
১০) আপাত দৃষ্টিতে ওষুধ নিরাপদ মনে হলেও শিশুদের নাগালের বাইরে রাখুন।
0 Comments