#বিষয়ঃ শরীরের কোন অংশ কাঁপলে কী হয়?
#কথাগুলো সত্যি কিনা জানি না। তবে বিশ্বাস এতটাই প্রবল, যে সত্যি যেনো কথার সঙ্গে কাজের মিলও ঘটে যায়।তবে ধর্ম ও বিজ্ঞান অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক হতে পারে। শরীরের কোন অংশ কাঁপলে কি হতে চলেছে তা নিয়ে জ্যোতিষী বিদ্যা কি বলে সেটাই আজ তুলে ধরার চেষ্টা করছি।
Ø মাথা ঢিপঢিপ করলে: ভূমি লাভের সম্ভাবনা।
Ø কপাল ঢিপঢিপ করলে: স্থান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
Ø ভ্রু বা নাক কাঁপলে: প্রিয়জনের সঙ্গে সঙ্গম হওয়ার সম্ভাবনা।
Ø চোখ কাঁপলে: আনুগত্য প্রাপ্তির সম্ভাবনা।
Ø ডান চোখ কাঁপলে: অর্থ লাভ বা বন্ধু সমাগম হওয়ার সম্ভাবনা।
Ø ডান চোখের নীচের অংশ কাঁপলে: যন্ত্রণা হওয়ার সম্ভাবনা
Ø বা চোখে কাঁপলে: অর্থহানি, কলহের সম্ভাবনা।
Ø চোখের কোন কাঁপলে: স্ত্রী লাভের সম্ভাবনা।
Ø ঠোঁট কাঁপলে: ইচ্ছাপূরণ হতে পারে।
Ø গলা কাঁপলে: সুখ, ধন, ভোজন।
Ø জিভ কাঁপলে: বন্ধু লাভ।
Ø তালু কাঁপলে: বিবাদ ভয়।
Ø ডান কান কাঁপলে: বিদ্যা, স্ত্রী ও কুটুম্ব লাভ।
Ø বাঁ কান কাঁপলে: মাথা যন্ত্রণা বাড়তে পারে।
Ø দুই কান এক সঙ্গে কাঁপলে: ধন এবং সন্তোষ লাভ উভয় ঘটতে পারে।
Ø কানের প্রান্ত কাঁপলে: প্রিয় সংবাদ পেতে পারেন।
0 Comments