যদি হাসিতে অক্ষম!
তাহলে মন ভরে কাঁদো!
- ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
🤙 01703862490 (imo & WhatsApp)
তাহলে মন ভরে কাঁদো!
দু-চোখ অবধি অশ্রুজলে,
বিশাল একটি পাহাড় বানাও।
তবুও হতাশ ও অগ্রাহ্য পরিচয়ে,
নিজ প্রভুস্থ উষ্ণ স্ব-দ্বারে,
অগণিত শর্তে বিপরীত স্রোতে,
উচিত পরিচক্রে,
ক্লান্ত পরিগ্রহে,
একনিমিষের শেষ বিচূর্ণ অভিনয়ে,
আত্ন বিস্মৃত ভূল করো না।
যতটুক প্রকাশে!
ততটুকু আবেশে!
প্রতিভা বিকাশে!
ব্যক্তিগত সাহসে!
ব্যক্তিত্ব সজাক জাগিয়ে সক্ষম!
একশো বত্রিশ অনুপ্রাণে,
তিক্ত ও অনুভূত অভিগমে,
যেখানে মিশ্রিত ও অভিভূত!
স্বাচ্ছন্দ্য ও সুখটান অনুভূত!
এবং বর্ণীল সাদাটে জীবন্ত!
ও সহজ সুশান্ত অক্লান্ত।।
0 Comments