Ad Code

Responsive Advertisement

মনের আশা পূর্ণ হবার দোয়া

মনের আশা পূর্ণ হবার দোয়া




আনাস (রাঃ) বর্ণনা করেন, একবার রাসুল (সাঃ) মসজিদে প্রবেশ করেছেন। এমন অবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়া করছিলেন। তখন রাসুল (সাঃ) তাকে বললেন, তুমি কি জানো, তুমি কি দিয়ে দোয়া করেছ? তুমি দোয়া করেছ ‘ইসমে আজম’ দিয়ে। এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন।

উচ্চারণঃ আল্লাহুম্মা লা-ইলাহা ইল্লা আনতাল মান্নান, বাদিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল-জালালি ওয়াল ইকরাম।

অর্থঃ হে আল্লাহ! তুমি ছাড়া আর কোন মা'বূদ নেই, তুমি পরম অনুগ্রহকারী, আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, অসীম ক্ষমতাবান ও মহাসম্মানিত। (তিরমিজি, হাঃ ৩৫৪৪)


Post a Comment

0 Comments

Close Menu