Ad Code

Responsive Advertisement

৪০ লাখ নেকি লাভের দোয়া

৪০ লাখ নেকি লাভের দোয়া




হজরত তামিম দারি রাদিয়অল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কালিমার সাক্ষ্যটি দশবার বলবে, আল্লাহ তাআলা তাঁর আমল নামায় ৪০ লাখ নেকি লিখে দিবেন।

উচ্চারণঃ আশহাদুআল লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহ, ইলাহান ওয়াহিদান- আহাদান সামাদান- লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান; ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

অর্থঃ আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতিত আর কোনো উপাস্য নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। একক উপাস্য, একাই, অমুখাপেক্ষী, তার স্ত্রী-সন্তান নেই। তার সমকক্ষও কেউ নেই। (তিরমিজি, হাঃ ৩৪৭৩)


Post a Comment

0 Comments

Close Menu