Ad Code

Responsive Advertisement

জানাজার সালাতের দোয়া

জানাজার সালাতের দোয়া




উচ্চারণঃ আল্লাহুম্মাগফির লিহাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া ছগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা, আল্লাহুম্মা মান আহ্‌ইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান। ①

অর্থঃ হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং গায়েবদের, ছোট ও বড়দের এবং আমাদের নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যু দান করবেন তাকে ইমানের সাঙ্গেই মৃত্যু দিন। (তিরমিজি, হাঃ ১০২৪)

আর জানাযা অপ্রাপ্ত বয়স্ক কারো হলে অর্থাৎ বাচ্চার জানাজার ক্ষেত্রে উক্ত দুআর পরিবর্তে এই দুআ পড়বে।

উচ্চারণঃ আল্লাহুম্মাজ আল হুলানা ফারতাঁও ওয়াজ আল হুলানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আল হুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফাআ। ②

অর্থঃ হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়। (দারাকুতনী, হাঃ ১৮৫৩)

অপ্রাপ্ত বয়স্ক লাশ মেয়ের হলে 'আলহু' এর স্থানে 'আলহা' বলতে হবে। উপরের দোয়া কারো জানা না থাকলে বা ভুলে গেলে এ সংক্ষিপ্ত দোয়া পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলিল মু'মিনিনা ওয়াল মু`মিনাত।

অর্থঃ হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।

আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা মৃতের জানাযা পড়বে, তখন তার জন্য আন্তরিকতার সাথে দু‘আ করো। (আবু দাউদ, হাঃ ৩১৯৯)

Post a Comment

0 Comments

Close Menu