#বিষয়ঃ পানিতে ডোবার চিকিৎসা
#আমাদের দেশে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে থাকে। পানিতে পড়েগেলে। শ্বাসনালী ও ফুসফুসের ভেতরে পানি ঢুকে যায়। ফলে পানিতে পড়াব্যক্তি প্রচুর পানি খেয়ে ৫/৬ মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করে থাকে ।
#পানিতে ডুবে মৃত্যুর কারণগুলোঃ)
১। সাঁতার জানা না থাকলে পুকুর, নদীতে কিংবা গভীর কোনও জলাশয়েপড়ে গেলে ।
২। নৌ দুর্ঘটনার জন্য ।
৩। সড়ক দুর্ঘটনা হয়ে যানবাহন যদি পানিতে পড়ে যায়।
৪। বন্যার পানিতে পড়ে গেলে, কিংবা নদী ভাঙ্গনের সময়।
৫। জলোচ্ছাসের সময় ।
৬। অসাবধানতার বশে শিশু যদি পানিতে পড়ে যায় ।
#পানিতে ডোবা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেনঃ) কথায় বলে, যে সব লোক পানিতে ডোবে তারা হাতের কাছে যাই পায় তাইআঁকড়িয়ে ধরে । সে যত ক্ষুদ্র খড় কুটোই হোক না কেন। তাই -
১। পানিতে ডোবা ব্যক্তিকে উদ্ধার করতে হলে পারদর্শী লোকের প্রয়োজননতুবা উদ্ধারকারীর জীবন বিপন্ন হতে পারে।
২। লাইফ লাইন ছুঁড়ে পানি থেকে উদ্ধার করতে হবে।
৩। উদ্ধারকারীর সাঁতার জানা না থাকলে ব্যক্তিকে ঠেলে ঠেলে তীরের দিকেফিরে যেতে হবে। তা না হলে ব্যক্তি উদ্ধারকারীকে জড়িয়ে ধরে উদ্ধারকারীরজীবন বিপন্ন করে তুলবে।
৪। পানিতে ডুবলে প্রথমে হা কারয়ে জিভ টেনে বের করে আনতে হবে।পরে মুখের মধ্যে থেকে কিংবা নাক থেকে লালা শ্লেষ্মা প্রভৃতি বের করে দিতেহবে।
৫। ব্যক্তির শ্বাসনালী ও ফুসফুস সম্পূর্ণভাবে পানিতে পূর্ণ থাকলে সেই পানিবের করতে হবে। প্রথমে ব্যক্তিকে উপুড় করে শুইয়ে দিতে হবে। এরপর পেটধরে উঁচু করতে হবে যাতে মাথা ও বুক নিচের দিকে থাকে। পিঠে আস্তে আস্তেচাপড় দিতে হবে। এতে করে ধীরে ধীরে পাকস্থলী, শ্বাসনালী ও ফুসফুসেরপানি বেরিয়ে যাবে।
৬। ভেজা কাপড় সঙ্গে সঙ্গে খুলে শুকনো কাপড় পরিয়ে দিতে হবে।
৭। এরপর স্বাভাবিক শ্বাস প্রশ্বাস শুরু হবার পূর্ব পর্যন্ত কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হবে ।
৮। আবার ব্যক্তির পায়ের দিকটা উঁচু করে ধরে মাথা নিচু করে বুকে-পেটেহালকা চাপ দিলে মুখ দিয়ে পানি বেরিয়ে আসবে।
৯। পানি বের হয়ে যাবার পর ব্যক্তিকে গরম চা, দুধ ইত্যাদি খেতে দিতে হবে।
১০। প্রয়োজনে ঠাণ্ডা হলে গরম সেঁক দিতে হবে।
১১। অতি সত্ত্বর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ।
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
🤙 01703-862490 (imo & WhatsApp)
0 Comments