ট্রেন ও আমি
- ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
🤙 01703862490 (imo & WhatsApp)
ট্রেন চলছে!
আমিও চলছি।
ট্রেন থামছে!
আমিও থামছি।
ট্রেন নির্বাক!
আর আমি সর্বাক।
ট্রেন স্বাধীন!
আর আমি পরাধীন।
ট্রেন অক্লান্ত!
আর আমি ক্লান্ত।
ট্রেন গতিময়!
আর আমি স্মৃতিময়।
ট্রেনের পরিচয় আছে!
আমারও পরিচয় আছে।
ট্রেনের চাহনি অভিন্ন!
আর আমার চাহনি বিভিন্ন।
ট্রেনের রং রঙিন!
আর আমার সাদা কালো।
ট্রেনের দুঃখ আছে!
আমারও দুঃখ আছে।
ট্রেনের সুখ আছে!
আমারও সুখ আছে।
ট্রেনের বাড়ি বহুদূর!
আর আমার বাড়ি অচিনপুর।
ট্রেনের চলন এদিক ওদিক!
আর আমার চলন একদিক।
ট্রেনের গন্তব্য সসীম!
আর আমার গন্তব্য অসীম।
ট্রেনের সুর মধুর!
আর আমার সুর অসুর।
ট্রেনের টান সামনের দিকে!
আর আমার টান পিছনের দিকে।
ট্রেনের ভালোবাসা প্রকাশিত!
আর আমার ভালোবাসা লুকায়িত।
ট্রেনের সমাপ্তি চিহ্নিত!
আর আমাদের সমাপ্তি নিশ্চিন্ত।
0 Comments