Ad Code

Responsive Advertisement

প্রথম বাংলাদেশ | শাহনাজ রহমতউল্লাহ।

প্রথম বাংলাদেশ
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ।



প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

আমার আঙ্গিনায় ছড়ান বিছানো
সোনা সোনা ধূলিকণা।
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা।
আমার তাতেই হয়েছে
স্বপ্নের বীজ বোনা।

অরুপ জোছনায় সাজান রাঙ্গান
ঝিলিমিলি চাঁদ দোলে।
নিবিড় বনছায় পিউ পাপিয়া
হৃদয়ের দ্বার খোলে।
আমার তাতেই রেখেছি
শান্তির দীপ জ্বেলে।

Post a Comment

0 Comments

Close Menu