পবিত্র কোরআনের বিভিন্ন রাসুলুল্লাহ (সা.)-এর গুণবাচক নাম
পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর ২৪টি গুণবাচক নাম আছে। নামগুলো হলোঃ)
১. শাহিদ তথা সাক্ষ্যদাতা
(সুরা আহজাব, আয়াত : ৪৫)
২. মুবাশশির তথা সুসংবাদদাতা
(সুরা আহজাব, আয়াত : ৪৫)
৩. নাজির তথা সতর্ককারী
(সুরা আহজাব, আয়াত : ৪৫)
৪. দায়ি ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহবানকারী (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৫. সিরাজুম মুনিরা তথা প্রজ্জ্বল বাতি (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৬. মুজাক্কির তথা যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন (সুরা গাশিয়া, আয়াত : ২১)
৭. রাসুল তথা প্রেরিত পুরুষ, যিনি শরিয়ত লাভ করেছেন (সুরা আহজাব, আয়াত : ৪৬)
৮. রাউফুর রহিম তথা কোমল হৃদয়ের অধিকারী ও দয়াশীল (সুরা তাওবা, আয়াত : ১২৮)
৯. রাহমাতুল-লিল-আলামিন তথা যিনি জগদ্বাসীর জন্য আল্লাহর অনুগ্রহস্বরূপ
(সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)
১০. মুজ্জাম্মিল তথা চাদরাবৃত
(সুরা মুজ্জাম্মিল, আয়াত : ১)
১১. মুদ্দাসসির তথা বস্ত্রাবৃত
(সুরা মুদ্দাসসির, আয়াত : ১)
১২. নবী তথা প্রেরিত পুরুষ
(সুরা আনফাল, আয়াত : ৬৪)
১৩. রাসুলুল্লাহ তথা আল্লাহর প্রেরিত পুরুষ, ১৪. খাতামুন-নাবিয়্যিন তথা শেষ নবী
(সুরা আহজাব, আয়াত : ৪০)
১৫. হাদি তথা পথপ্রদর্শক
(সুরা আশ-শুরা, আয়াত : ৫২)
১৬. মাসুম তথা যিনি পাপ-পঙ্কিলতামুক্ত
(সুরা মায়িদা, আয়াত : ৬৭)
১৭. আন-নাবিয়্যুল উম্মি তথা নিরক্ষর নবী
(সুরা আরাফ, আয়াত : ১৫৮)
১৯. সাহিবু খুলুকুল আজিম তথা উত্তম চরিত্রের অধিকারী
(সুরা কালাম, আয়াত : ৪)
২০. নুর তথা জ্যোতি
(সুরা মায়িদা, আয়াত : ১৫)
২১. কায়িমুন আলাল-হাক তথা সত্যের ওপর প্রতিষ্ঠিত
(সুরা নামল, আয়াত : ৭৯)
২২. কারিম তথা সম্মানিত
(সুরা দুখান, আয়াত : ৪৯)
২৩. মুবিন তথা সুস্পষ্টভাবে বর্ণনাকারী
(সুরা হাজর, আয়াত : ৮৯)
২৪. শাহীদ তথা তা সাক্ষ্যদাতা
(সুরা হজ, আয়াত : ৭৮)
0 Comments