Ad Code

Responsive Advertisement

চল্ চল্ চল্ | কাজী নজরুল ইসলাম

চল্ চল্ চল্
- কাজী নজরুল ইসলাম 



চল্ চল্ চল্।  
 ঊর্ধ্ব গগনে বাজে মাদল,  
 নিম্নে উতলা ধরণী-তল,  
 অরুণ প্রাতের তরুণ-দল  
 চলের চলের চল্  
 চল্ চল্ চল্।  
 ঊষার দুয়ারে হানি’ আঘাত  
 আমরা আনিব রাঙা প্রভাত,  
 আমরা টুটাব তিমির রাত  
 বাধার বিন্ধ্যাচল।  
  
 নব নবীনের গাহিয়া গান  
 সজীব করিব মহাশ্মশান,  
 আমরা দানির নতুন প্রাণ  
 বাহুতে নবীন বল।  
 চলের নৌ-জোয়ান,  
 শোনরে পাতিয়া কান  
 মৃত্যু-তোরণ দুয়ারে দুয়ারে  
 জীবনের আহ্বান।  
  

Post a Comment

0 Comments

Close Menu