তওবা ও ইস্তিগফারের দোয়া
উচ্চারণঃ রাব্বিগফির ওয়ার হাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ①
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা মু'মিনুন, আয়াতঃ ১১৮)
উচ্চারণঃ রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। ②
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। (সূরা আ'রাফ, আয়াতঃ ২৩)
উচ্চারণঃ আসতাগফিরুল্লাহাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হায়য়ুল কায়্যুমু ওয়াতুবু ইলায়হি। ③
অর্থঃ আমি ঐ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আর আমি তার নিকট তওবা করছি। (তিরমিজি, হাঃ ৩৫৭৭)
0 Comments