Ad Code

Responsive Advertisement

টাক ও টাক মাথার চিকিৎসা পরামর্শ | টাক | পুরুষের টাক | টাকমাথা | খুশকি | টাকের চিকিৎসা | টাকমাথার চিকিৎসা | মহিলাদের টাক | স্ক্যাল্প | মাথারচর্ম | টাকসমস্যা | টাকেরসমস্যা | চুলউঠা | চুলপড়া | Dandruff | baldness | baldness cure | baldness treatment | baldness problem | baldness solution

#বিষয়ঃ টাক ও টাক মাথার চিকিৎসা পরামর্শঃ)




#টাক ইংরেজিতে Baldness. টাক বলতে চুলের অভাবকে বোঝায়, বিশেষ করে মাথার চুল। মাথার চুল ক্রমাগত হালকা হয়ে যাওয়ার মাধ্যমে সাধারণত টাক হওয়া প্রকাশ পায়।  

পুরুষের ক্ষেত্রে এটি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা "পুরুষের টাক" নামে পরিচিত। এটি পরিণত মানুষ ও অন্যান্য প্রজাতিতে দেখা যায়।

#রোগের কারণ সমূহঃ
১) খুশকি।
২) অতিরিক্ত মানসিক চাপ।
৩) কর্মব্যস্ততা।
৪) মাথার ত্বকের অপরিচ্ছন্নতা। 
৫) অতিরিক্ত ডায়েট।
৬) পুষ্টিহীনতা।
৭) বংশগত কারন।

#রোগের লক্ষণসমূহঃ 
১) চুল ক্রমশ পাতলা হয়ে যাওয়া
২) মাথা উপরের চুল ধীরে ধীরে দুর্বল হওয়া।
৩) গোলাকার অথবা প্যাচী দাগ হওয়া।
৪) হটাৎ চুল পড়া
৫) সম্পূর্ণ চুল পরে যাওয়া
৬) স্ক্যাল্প অঞ্চলে শুকনো চামড়া ছড়িয়ে পরা।
৭) চামড়া শুষ্ক হয়ে যাওয়া।

#খাবার ও চিকিৎসাঃ
১) অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
২) গরম জলে স্নান করা এড়িয়ে যান, এটি স্ক্যাল্পের অপরিহার্য তেল নষ্ট করে দিতে পারে।
৩) তেল দিয়ে মাথার তালু ম্যাসাজ করুন।
৪) চুল প্রতিস্থাপন করুন।
৫) ধূমপান ছাড়ুন এবং চাপ মুক্ত হন।
৬) শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে শারীরিক পরিশ্রম করুন।
৭) রক্ত সঞ্চালন বাড়াতে এবং বিকাশ উদ্দীপিত করতে প্রশস্ত চিরুনি দিয়ে নিয়মিত চুল আঁচড়ান।
৮) নিয়মিত টেনশন মুক্ত ঘুমান।
৯) পুষ্টিকর খাবার গ্রহণ করুন।

#টাক
#পুরুষেরটাক
#টাকমাথা 
#খুশকি 
#টাকেরচিকিৎসা 
#টাকমাথারচিকিৎসা
#মহিলাদেরটাক
#স্ক্যাল্প 
#মাথারচর্ম
#টাকসমস্যা 
#টাকেরসমস্যা
#চুলউঠা 
#চুলপড়া 
#Dandruff 
#baldness 
#baldnesscure
#baldnesstreatment 
#baldnessproblem 
#baldnesssolution 


#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu