Ad Code

Responsive Advertisement

আংশিক অঙ্গ শিথিল বা পুরুষহীনতা

#বিষষয়ঃ আংশিক অঙ্গ শিথিল বা পুরুষহীনতা



#সাধারণত পুরুষাঙ্গ উত্তেজনায় দৃঢ় ও শক্ত হয়। কিন্তু উহা সঠিক স্থায়ী ও সুদৃঢ় না হওয়ায় উহাকে আংশিক অঙ্গ শিথিল বা পুরুষহীনতা বলে।

#কারণ সমূহঃ
১। দীর্ঘদিন যৌনবাধিতে ভুগলে এবং চিকিৎসা না করালে।
২। অল্প সময়ে বারবার স্ত্রীসঙ্গম করলে কিছুক্ষণের জন্য এমন হতে পারে। প্রথম দিকে না হয়ে শেষ দিকেও হতে পারে।
৩। ক্লান্তি বা অবসাদের জন্যও এটি হতে পারে।
৪। ৪০ বছরের অধিক বয়স হলে এটি হতে পারে

#লক্ষণ সমূহঃ
১। সঙ্গম করে ক্ষমতা থাকে না বললেই চলে।
৩। যৌন চাহিদা কম থাকে।

#খাবার ও চিকিৎসাঃ
১। পুষ্টিকর খাবার খাবেন।
২। অভিজ্ঞ যৌন বিশেষজ্ঞের মাধ্যমে রোগীর ইতিহাস শুনে রোগ নির্ধারণ করে চিকিৎসা করাতে হবে।

#আংশিকঅঙ্গশিথিল
#পুরুষহীনতা



#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu