Ad Code

Responsive Advertisement

মানবদেহের অজানা কিছু তথ্য

মানবদেহের ২৭টি 
অজানা কিছু তথ্য


#পৃথিবীর সবচেয়ে জটিল গঠনতন্ত্র হচ্ছে মানবদেহ। কিন্তু এই জটিল দেহের কতটুকুই আমরা জানি । চলুন আজ যেনে নেই এই  মানবদেহ নিয়ে কিছু অজানা ও মজার তথ্য। 

১) মানবদেহের ৭০ শতাংশই পানি।
২) একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
৩) মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহ্বা।
৪) প্রত্যেক ব্যক্তিরই জিহবার ছাপ আলাদা, আঙ্গুলের ছাপের মতো।
৫) আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৬) সারাজীবনে ১০ হাজার লালা উৎপন্ন করে লালাগ্রন্থি।
৭) চোখ খোলা রেখে হাঁচি দেওয়া সম্ভব নয়। হাঁচির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার। 
৮) ১৮ বছর বয়সে মানুষের মস্তিস্কের গঠন বন্ধ হয়ে যায়। মস্তিস্ক কখনোই বিশ্রাম করেনা, ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।
৯) আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে ।
১০) আপনি যদি ৭০ বছর বেঁচে খাকেন তবে এ সময় ৩০০ কোটিবার স্পন্দিত হবে হৃদপিন্ড।
১১) মানুষের শরীরে প্রচুর পরিমাণে লবণ রয়েছে। আমাদের শরীরের রক্ত সাগর জলের সমান লবনাক্ত।
১২) একজন মানুষের শরীরে হাড় জমাট বাঁধা কংক্রিটের চেয়ে অনেক বেশি শক্ত।
১৩) আমাদের শরীরের ভিতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দিই। এমনকী, আমাদের হৃদয়ও।
১৪) পুরুষদের থেকে মহিলারা প্রতিদিন বেশি চুল হারান। প্রতিদিন পুরুষেরা হারান ৪০ টার মতো চুল আর মহিলারা হারান ৭০ টার মতো।
১৫) বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন। মানুষ চোখ খোলা রেখে কখনই হাঁচি দিতে পারে না।
১৬) মানুষ রাতের থেকে সকালে তুলনামূলক বেশি লম্বা হয়ে যায়।
১৭) মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র সাত সেকেন্ড।
১৮) মানুষের দেহের সবচেয়ে ছোট হাড় হলো কানের হাড়।
১৯) আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন।
২০) মানুষের শরীরের হৃদপিন্ডের প্রতিদিনের গড় রক্তসঞ্চালনের পরিমাণ ১০০০ বার।
২১) মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় পাঁচ শ’র মত।
২২) একজন মানুষের শরীরে গড় নার্ভের পরিমাণ গড়ে প্রায় এক শ’ বিলিয়ন।
২৩) ছোটদের জন্য বসন্তকালটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা বসন্তকালে সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।
২৪) মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬টি হাড় দিয়ে তৈরি।
২৫) জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।
২৬) স্বাভাবিক একজন মানুষ দৈনিক ছয়বার মূত্রত্যাগ করেন।
২৭) হাঁচির সময় মানুষের নাক থেকে যে বাতাস বের হয় তার গতিবেগ ১০০ কিমি।

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu