Ad Code

Responsive Advertisement

ডলফিন | ডলফিনের অজানা তথ্য

#বিষয়ঃ ডলফিনের ৫ অজানা তথ্য:)



সমুদ্রের স্তন্যপায়ী প্রাণীদের মাঝে ডলফিন হচ্ছে সবচাইতে বুদ্ধিমান প্রাণী। তারা খুবই শান্তিপ্রিয় এবং মাঝে মাঝে এমন সব বুদ্ধির চমক দেখিয়ে থাকে যে আশ্চর্য হয়ে যেতে হয়। আজকে এই বুদ্ধিমান প্রাণিটির পাঁচটি তথ্য আপনাদের সামনে পরিবেশন করা হল যা হয়ত আপনারা জানতেন নাঃ

১) পৃথিবীতে অনেক প্রজাতির ডলফিন পাওয়া যায়। টেলিভিশনে বা পত্র পত্রিকার পাতায় ডলফিনদের দেখে আপনাদের মনে হয়ত ডলফিনের একটি চিত্র আঁকা হয়ে আছে। কিন্তু জানেন কি, পৃথিবীতে প্রায় ৪০ ধরনের ডলফিন পাওয়া যায়।

২) ডলফিন উষ্ণ তাপমাত্রা পছন্দ করে। তাই তারা পানির উপরিভাগে সাঁতার কাটতে পছন্দ করে। এজন্য ডলফিনদের সমুদ্র কিংবা বড় নদীর তীরেই বেশি দেখা যায়।

৩) সব ডলফিনরাই সমুদ্রে বাস করে না। তাদের বিভিন্ন তাপমাত্রা ও রুচি অনুযায়ী সমুদ্র কিংবা নদী বাছাই করে নেয়। আপনি জানেন কি? পৃথিবীতে পাঁচ প্রজাতির ডলফিন বড় নদীতে বাস করে।

৪) ডলফিনদের আমরা শান্তিপ্রিয় বলেই জানি। কিন্তু এরা সর্বভূক। মানুষের জন্য হয়ত তারা কোন বড় ঝুঁকি বহন করে না তবে তারা সমুদ্রের অন্যতম শিকারী প্রজাতি। তারা মাছ, স্কুইড ও নানা ধরনের সামুদ্রিক শামূক ও ঝিনুক খেয়ে থাকে।

৫) ডলফিন প্রচুর পরিমাণে মাছ খায়। তাদের দেখে হয়ত কিছু বোঝা যায় না তবে ২৫০ পাউন্ডের একটি ডলফিন দিনে প্রায় ৩০ পাউন্ডের সম ওজনের মাছ খেয়ে থাকে।

সূত্রঃ অ্যানিমেল সাইন্স

#dolphin
#ডলফিন

Post a Comment

0 Comments

Close Menu