Ad Code

Responsive Advertisement

খুসকি | Dandruff

#বিষয়ঃ খুসকি (Dandruff)



#Dandruff বা খুসকি হচ্ছে মাথা থেকে মৃত স্কিন খসে পড়া।

#আমাদের মাথা এবং শরীর থেকে সব সময়ই মৃত স্কিন খসে পড়ছে কিন্তু তা আমরা দেখতে পাইনা; কারন তার পরিমান খুব অল্প ও কোয়ালিটি ভালো বলে। যখনই Abnormal স্কিন খসে পড়ে তখন তা আমরা খুসকি হিসাবে দেখতে পাই।

#কারন সমূহঃ-
১। Dry Skin
২। ভালো ভাবে না ধোয়া।
৩। একজিমা।
৪। সোরিয়াসিস।
৫। ফাংগাল ইনফেকসন।
৬। Hair Care Products এর এলার্জী।
৭। খুসকি একটি সাধারন সমস্যা হতে পারে আবার একটি মারাত্বক রোগর বহিঃপ্রকাশ হতে পারে।

#লক্ষন সমূহঃ-
১। খুসকির কারনে মাথা চুলকায়।
২। মাথার চামড়া উঠে যায়।
৩। খুসকি একটি বিরক্তিকর সমস্যা।

#প্রাথমিক চিকিৎসাঃ-
১। Anti-Dandruff এবং Conditionar based শ্যাম্পু ব্যবহার করুন।
২। শ্যাম্পু করে পরিষ্কার পানি দিয়ে পাঁচ মিনিট ধরে মাথা ধৌত করুন।
৩। যদি খুসকির পরিমান বেশী হয় তাহলে বিশেশজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন।

#আনুষঙ্গিক ব্যবস্থাঃ-
১। সাধারণত নিয়মিত শ্যাম্পু দিয়ে মাথা পরিষ্কার করলে খুসকির সমস্যা থাকে না।
২। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন।
৩। নিয়মিত গোসল করুন।

#খুসকি
#dandruff


#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu