#বিষয়ঃ যৌন সমস্যা ও যৌন সমস্যার স্থায়ী সমাধানঃ)
#যৌনসমস্যারস্থায়ীচিকিৎসা
#স্থায়ী সমাধান কে না চায় ?
#দাম্পত্য জীবনে সুখটা অত্যন্ত জরুরী ।
#বাংলাদেশে ১০০ জন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে ৭০ জনের যৌন সমস্যা রয়েছে।
#যৌনসমস্যাঃ যৌন সমস্যা বা যৌন অক্ষমতা বলতে এমন সমস্যাকে বোঝায় যা যৌন প্রতিক্রিয়া চক্রের যেকোন ধাপে ঘটবার কারণে পরিপূর্ণ যৌন তৃপ্তি থেকে সঙ্গীকে বঞ্চিত রাখে।
#যৌনসমস্যারকারণসমূহঃ
১) #শারীরিক কারণঃ
- ডায়াবেটিস।
- হৃদরোগ।
- রক্তনালী সংক্রান্ত রোগ।
- স্নায়ু রোগ।
- হরমোন ভারসাম্যহীনতা।
- দুরারোগ্য ব্যাধিঃ যেমন কিডনি বা লিভারের রোগ ।
- অতিরিক্ত মদ্যপান।
- নিয়মিত মাদক নেওয়া।
- ঔষধের মাত্রাতিরিক্ত ব্যবহার ইত্যাদি।
২) #মানসিক কারণঃ
- কর্মস্থলে চাপ ও অস্থিরতা।
- যৌন সক্ষমতা নিয়ে অতিমাত্রায় দুশ্চিন্তায় থাকা।
সম্পর্ক নিয়ে জটিলতা।
- ডিপ্রেশন।
- অতীতের কোন ঘটনা বা সেক্সুয়াল ট্রমার প্রতিক্রিয়া ইত্যাদি মানসিক কারণে যৌন সমস্যায় ভুগতে পারেন যেকোনো পুরুষ।
#খাবার ও চিকিৎসাঃ
১) যেকোন চিকিৎসা নেওয়ার সময় আপনার ডাক্তারের পরামর্শ পুরোপুরি অনুসরণ করুন।
২) অ্যালকোহল গ্রহণের পরিমাণ সীমিত করুন।
৩) ধূমপান ছেড়ে দিন।
৪) যেকোন ধরণের মানসিক বা আবেগী বিষয় চাপ, অবসাদ, উদ্বেগ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন।
৫) প্রয়োজনে চিকিৎসা নিন।
৬) সঙ্গীর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করুন।
৭) দ্রুত অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা নিন।
#যৌন
#যৌনসমস্যা
#ধ্বজভঙ্গ
#ধ্বজভঙ্গেরস্থায়ীসমাধান
#যৌনসমস্যারস্থায়ীসমাধান
#যৌনসমস্যারচিকিৎসা
#যৌনচাহিদা
#যৌনসমস্যারহোমিওচিকিৎসা
#হোমিওযৌনচিকিৎসা
#পুরুষেরযৌনসমস্যা
#পুরুষেরযৌন
#মহিলাদের
#মহিলাদেরযৌনসমস্যা
#মহিলাদেরযৌনসমস্যারসমাধান
#sexual
#sexualdisease
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments