Ad Code

Responsive Advertisement

ভ্যারিকোসিল কি? কাদের হয়? কি করণীয়? | ভেরিকোসিল | ভ্যারিকোসিল | ভেরিকোসিলেরচিকিৎসা | ভ্যারিকোসিলেরচিকিৎসা | varicose | Varicocle | varicoseveins | varicocletreatment

#বিষয়ঃ ভ্যারিকোসিল কি? কাদের হয়? কি করণীয়?



#শুক্রানু নালীর পেম্পিনিফর্ম প্লেক্সাস শিরার (একটি নালী যা পুরুষের অণ্ডকোষকে ধরে রাখে) মধ্যে ফুলে যাওয়াকে ভ্যারিকোসিল বলা হয়। 100 জন পুরুষের মধ্যে, প্রত্যেক 10-15 জনের উপর ভ্যারিকোসিলের প্রভাব পড়ে যা পায়ের শিরায় হওয়া ভ্যারিকোসের মতো।

#ভ্যারিকোসিলে লক্ষণ ও উপসর্গগুলি হলঃ
১) অস্বস্তি সৃষ্টি।
২) মৃদু ব্যথা।
৩) স্ক্রটামের শিরার বৃদ্ধি বা মচকে যাওয়া।
৪) ব্যথা বিহীন টেস্টিকুলার লাম্প।
৫) স্ক্রটাল ফুলে যাওয়া বা স্ফিত হওয়া।
৬) বন্ধ্যাত্ব।
৭) শুক্রানুর সংখ্যা কম হওয়া।

#ভ্যারিকোসিলের প্রধান কারণগুলি কি কি ?
ভ্যারিকোসিলে প্রধানত শিরার ভাল্বটি ক্ষতিগ্রস্থ হওয়ার জন্য স্পারমেটিক কর্ডের সাথে অল্প রক্ত সঞ্চালিত হয়,যার ফলে শিরাটি ফুলে যায় ও বড় হয়ে যায়। কিডনিতে টিউমারের মতো অবস্থা দেখা দিলেও শিরায় রক্ত প্রাবাহিত হওয়ার সময় বাধা সৃষ্টি হয়।

#খাবার বিধি নিষেধ সমূহঃ
১) মাংস, চর্বিজাতীয় ও উচ্চ প্রোটিন জাতীয় খাবার বর্জন করুন।
২) তৈলাক্ত খাবার, ভাজাপোড়া, ফাস্টফুড, জাংফুড বর্জন করুন।
৩) মিষ্টি, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার বর্জন করুন।
৪) চা, কফি এবং গরুর দুধ বর্জন করুন।
৫) শাকসবজি, ফল এবং ফলের জুস থেকে পারেন।
৬) যেসব খাবার আপনার কোষ্ঠকাঠিন্য তৈরি করে সেগুলি বর্জন করুন।

#জীবন যাপনে বিধি নিষেধ সমূহঃ
১) কর্মস্থলে টানা দাঁড়িয়ে থাকবেন না, মাঝে মাঝে বসুন।
২) টানা বসেও থাকবেন না মাঝে মাঝে হাঁটাচলা করুন।
৩) তীব্র গরম পরিবেশে দীর্ঘক্ষণ কাজ করা থেকে বিরত থাকুন।
৪) দীর্ঘ সময় গাড়ি বা মোটর সাইকেল চালানো থেকে বিরত থাকুন।
৫) টাইট প্যান্ট বা কাপড় পড়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
৬) বাসায় থাকলে লুঙ্গি পড়ুন অর্থাৎ স্থানটি যাতে কখনো গরম হয়ে না যায় খেয়াল রাখুন।
৭) আক্রান্ত শিরাতে দিনে কয়েকবার বরফ লাগান যাতে ঠান্ডা থাকে।
৮) গোসলের সময় শুরুতেই মাথায় পানি ঢালবেন না
গোসলের সময় প্রথমেই পানি দিয়ে স্থানটি ভিজিয়ে নিন। তারপর পায়ের গোড়ালী, তারপর হাটু পর্যন্ত, তারপর কোমড় এবং সর্বশেষে মাথায় পানি ঢালুন।
৯) অধিক ভারী জিনিস উত্তোলন করা থেকে বিরত থাকুন।
১০) হালকা ব্যায়াম এবং সকাল বিকাল হাঁটা চলা করা
ব্যথা তীব্র হলে বিছানায় শুয়ে পা দুটি কিছুক্ষন উপর দিকে দিয়ে রাখুন।

#চিকিৎসা ও পরামর্শঃ ভেরিকোসিল সমস্যার সবচেয়ে ভালো চিকিৎসা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। তাই দ্রুত অভিজ্ঞ একজন হোমিও চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিয়ে আপনার রোগ নির্মূল করুন।

#ভেরিকোসিল
#ভ্যারিকোসিল
#ভেরিকোসিলেরচিকিৎসা
#ভ্যারিকোসিলেরচিকিৎসা
#varicose
#Varicocle
#varicoseveins
#varicocletreatment



#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu