Ad Code

Responsive Advertisement

ইসলামে প্রথম



১. প্রশ্নঃ প্রথম মানব কে?

উত্তরঃ হযরত আদম (আ)

২. প্রশ্নঃ প্রথম নবী কে?

উত্তরঃ হযরত আদম (আ)

৩. প্রশ্নঃ প্রথম মানবী কে?

উত্তরঃ হযরত হাওয়া (আ)

৪. প্রশ্নঃ প্রথম দম্পতি কোনটি?

উত্তরঃ আদম-হাওয়া (আ)

৫. প্রশ্নঃ প্রথম শহীদ কে?

উত্তরঃ হযরত হাবীল

৬. প্রশ্নঃ প্রথম খুনী কে?

উত্তরঃ কাবীল

৭. প্রশ্নঃ প্রথম ইসলামী মুদ্রা চালু করেন কে?

উত্তরঃ হযরত উমর (রা)

৮. প্রশ্নঃ আকাইদ মুদ্রা চালু করেন কে?

উত্তরঃ হযরত আমির মুয়াবিয়া (রা)

৯. প্রশ্নঃ প্রথম নারী ইসলাম গ্রহণকারী কে?

উত্তরঃ হযরত খাদিজা (রা)

১০. প্রশ্নঃ প্রথম নারী শহীদ কে?

উত্তরঃ হযরত সুমাইয়া (রা)

১১. প্রশ্নঃ প্রথম সস্ত্রীক হিজরতকারী কারা?

উত্তরঃ হযরত উসমান (রা) (সাহাবাদের মধ্যে)

১২. প্রশ্নঃ প্রথম ডাক বিভাগের প্রথা চালুকারী কে?

উত্তরঃ হযরত মুয়াবিয়া (রা)

১৩. প্রশ্নঃ প্রথম মক্কায় নিজ ইসলাম গ্রহণের কথা প্রকাশকারী কে?

উত্তরঃ হযরত জাবির বিন আবদুল্লাহ (রা)

১৪. প্রশ্নঃ প্রথম গুলিবিদ্ধ শহীদ কে?

উত্তরঃ হযরত খোবাইব ইবনে আলী (রা)

১৫. প্রশ্নঃ প্রথম মসজিদ নির্মিত হয় কোথায়?

উত্তরঃ কুবায় (মদিনা)

১৬. প্রশ্নঃ প্রথম ইসলামের শিক্ষাকেন্দ্র কোনটি?

উত্তরঃ দারুল আরকাম (মক্কা)

১৭. প্রশ্নঃ প্রথম আযানের পদ্ধতি স্বপ্নে দেখেন কে?

উত্তরঃ হযরত আব্দুল্লাহ বিন যায়েদ (রা)

১৮. প্রশ্নঃ ইসলামের প্রথম হজে নেতৃত্ব দানকারী কে?

উত্তরঃ হযরত আবু বকর (রা)

১৯. প্রশ্নঃ প্রথম কাবা শরীফের স্থাপক কে?

উত্তরঃ আল্লাহ তায়ালা ফিরিশতাদের মাধ্যমে, তারপর আদম (আ)

২০. প্রশ্নঃ প্রথম ঈদের সালাত অনুষ্ঠিত হয় কবে থেকে?

উত্তরঃ ৬২৩ খ্রিষ্টাব্দে

২১. প্রশ্নঃ মসজিদের প্রথম মেহরাব প্রস্তুতকারী কে?

উত্তরঃ হযরত ইবনে আবদুল আজিজ (র)

২২. প্রশ্নঃ জিহাদের জন্য প্রথম তরবারী কোষমুক্তকারী কে?

উত্তরঃ হযরত যুবাইর ইবনে আওয়াম (র) রাসূল (স)-এর ফুফাত ভাই

২৩. প্রশ্নঃ মানবজাতিকে প্রথম অক্ষর (জ্ঞান) দানকারী কে?

উত্তরঃ হযরত ইদ্রিস (আ)

২৪. প্রশ্নঃ প্রথম কুরআন ও হাদিসের শব্দকোষ সংকলক কে?

উত্তরঃ আবু উবায়দা আল মুসান্না তামিম

২৫. প্রশ্নঃ সিরাতে রাসূল (স)এর প্রথম সংকলক কে?

উত্তরঃ মুহাম্মদ ইবনে ইসাহাক

২৬. প্রশ্নঃ ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ফাযায়েলে কুরআন এর প্রথম সংকলক কে?

উত্তরঃ হযরত ইমাম শাফিঈ (রা)

২৭. প্রশ্নঃ প্রথম ওহী লেখক কে?

উত্তরঃ হযরত খালিদ ইবনে সাইদ (রা)

২৮. প্রশ্নঃ প্রথম জান্নাতে প্রবেশ করবেন কে?

উত্তরঃ আবু বকর (রা)

২৯. প্রশ্নঃ প্রথম কারী খেতাব লাভ করেন কে?

উত্তরঃ হযরত আবু ওবায়েদ (রা)

৩০. প্রশ্নঃ প্রথম কুরআনে হরকত সংযোজনকারী কে?

উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ

৩১. প্রশ্নঃ কুরআনের নাযিলকৃত প্রথম আয়াত কোনটি?

উত্তরঃ সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত

৩২. প্রশ্নঃ প্রথম নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি?

উত্তরঃ সূরা ফাতিহা

 

  

Post a Comment

0 Comments

Close Menu