Ad Code

Responsive Advertisement

মানবদেহ



১, মানব দেহের বৃহত্তম পেশি ? 

উঃ গ্লুটিয়াস

- ২, মানব দেহের দীর্ঘতম পেশি? 

উঃ সারটোরিয়াস

- ৩, মানব দেহের ক্ষুদ্রতম পেশি ? 

উঃ সিলিয়ারি বা স্টেপিডিয়াস

- ৪, মানব দেহের দীর্ঘতম অস্থি ? 

উঃ ফিমার

- ৫, মানবদেহের ক্ষুদ্রতম অস্থি ? 

উঃ স্টেপিস

- ৬, মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি ? 

উঃফিমার এবং টেমপোরাল বোন

- ৭, মানব দেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি ? 

উঃম্যান্ডিবল (নীচের চোয়ালে থাকে) 

- ৮, মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থি ? 

উঃ ন্যাসো-টার বিন্যালস

- ৯, মানব দেহের দীর্ঘতম শিরা ? 

উঃ নিম্ন মহাশিরা

- ১০, মানবদেহের দীর্ঘতম ধমনী ? 

উঃ অ্যাবডোমিনাল অ্যাওর্টা

- ১১, মানবদেহের দীর্ঘতম স্নায়ু ? 

উঃ সায়াটিক স্নায়ু

- ১২, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি ? 

উঃথাইরয়েড

- ১৩, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি? 

উঃপিনিয়াল বডি

- ১৪, মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি? 

উঃ যকৃৎ

- ১৫, মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি? 

উঃ প্লিহা

- ১৬, মানবদেহের বৃহত্তম লালা গ্রন্থি ? উঃ প্যারোটিডগ্রন্থি

- ১৭, মানবদেহের সর্বাধিক পাতলা ত্বক? 

উঃকনজাংটিভ

- ১৮, মানুষের দেহ তিন ধরনের কোষ নিয়ে গঠিত এগুলো হলো-

ক. Labile cell: এরা প্রতিনিয়ত জন্মাতে থাকে।

খ. Stable cell: এরা প্রতিনিয়ত জন্মায় না। তবে কোন স্টিমুলাসের কারনে জন্মাতে পারে।

গ. Permanent cell: এরা একেবারেই জন্মায় না। বরং বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। 

Post a Comment

0 Comments

Close Menu