Ad Code

Responsive Advertisement

বিজ্ঞান প্রশ্ন উত্তর




প্রশ্নঃ একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? 

উঃ- দৌড়ানো অবস্থায়।
-
প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা বেশি? 
উঃ- কালো।
-
প্রশ্নঃ শূণ্য মাধ্যমে শব্দের গতি কত? 
উঃ- শূণ্য।
-
প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? 
উঃ- ব্যারোমিটার।
-
প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষন ক্ষমতা কম? 
উঃ- সাদা।
-
প্রশ্নঃ বিদ্যুত প্রবাহের একক কি? 
উঃ- এ্যাম্পেয়ার।
-
প্রশ্নঃ কোন বর্ণের আলোর প্রতিসরণ বা বিচ্যুতি সবচাইতে বেশি? 
উঃ- বেগুনী।
-
প্রশ্নঃ সময় নির্ণায়ক যন্ত্রের নাম কি? 
উঃ- ক্রনমিটার।
-
প্রশ্নঃ তাপমাত্রা নির্নয়ের যন্ত্র কোনটি? 
উঃ- থার্মোমিটার।
-
প্রশ্নঃ ভূমিকম্প নির্নয়ের যন্ত্র কোনটি? 
উঃ- সিসমোগ্রাফ।.. 

► সনাতন ধর্মের ভিত্তি কী? বেদ

► টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? মণিপুর

► স্পেনের জাতীয় নাম কী? হিসপানিয়া 

► ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হিব্রু

► কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? ইন্দোনেশিয়ায়

► ইন্টারপোল গঠিত হয় কবে? ১৯২৩ সালে

১.শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? 

=ইংল্যান্ড।

২.লায়ল ক্লাব কে প্রতিষ্ঠা করেন? 

=ম্যালভিন জোন্স।

৩.NAM এর সদস্য সংখ্যা কত ছিল? 

=২৫টি।

৪.সামগ্রিকভাবে দক্ষিন প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত? 

=ওশেনিয়া।

৫.চিংড়ি কোন প্রানী? 

=অমেরুদন্ডী।

( 1 ) জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়

( 2 ) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের

উপর : মেলানিন

( 3 ) cng -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস ।

( 4 ) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে : ভিটামিন ‘ k ’ ।

( 5 ) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী নাম : ডলি ।

( 6 ) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য : লৌহ।

( 7 ) সৌরজগৎ আবিষ্কার করেন : এন . কোপার্নিকাস।

( 8 ) ম্যালেরিয়া যে ধরনের জীবাণু : পরজীবী।

( 9 ) প্রতি মিনিটে পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের হৃদস্পন্দন করে : ৭২ বার।

( 10 ) পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী : হাইড্রোজেন সালফাইড। 

Post a Comment

0 Comments

Close Menu