1. প্রশ্ন: সাহারা (৩৫,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আফ্রিকা ।
2. প্রশ্ন: গ্রেট ভিক্টোরিয়া (২,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
3. প্রশ্ন: কালাহারি (২,২৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
দক্ষিন আফ্রিকা ।
4. প্রশ্ন: গ্রেট স্যান্ডি (১,৫০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
5. প্রশ্ন: চিহুয়াহুয়ান (১,৪০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মেক্সিকো ।
6. প্রশ্ন: গিবসন (১,২০,০০০ বর্গ মাইল) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
7. প্রশ্ন: থর (১,০০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
ভারত - পাকিস্তান ।
8. প্রশ্ন: পশ্চিম আরব (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মধ্য প্রাচ্য ।
9. প্রশ্ন: সোনোরান (৭০,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মেক্সিকো ।
10. প্রশ্ন: সিম্পসন এ্যান্ড স্টার্ট স্টোনি (৫৬,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
অস্ট্রলিয়া ।
11. প্রশ্ন: মজাভে (১৫,০০০ বর্গ মাইল ) উষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
12. প্রশ্ন: নামিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?
সুদান ।
13. প্রশ্ন: আটাকামা (৫৪,০০০ বর্গ মাইল ) উপকূলবর্তী শীতল মরুভূমি কোথায় অবস্থিত ?
চিলি ।
14. প্রশ্ন: গোবি (৫,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
মঙ্গোলিয়া,চীন ।
15. প্রশ্ন: প্যাটাগনিয়ান (৩,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
আর্জেন্টিনা ।
16. প্রশ্ন: গ্রেট বেসিন (১,৯০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
17. প্রশ্ন: টাকলা মাকান (১,৪০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
চীন ।
18. প্রশ্ন: কলোরাডো প্লেটো (১,৩০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর আমেরিকা ।
19. প্রশ্ন: কারাকাম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
তুর্কমেনিস্তান ।
20. প্রশ্ন: কিজিল -কুম (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
কাজাকিস্তান ।
21. প্রশ্ন: ইরানিয়ান (১,০০,০০০ বর্গ মাইল ) নাতিশীতোষ্ণ মরুভূমি কোথায় অবস্থিত ?
ইরান ।
0 Comments