Ad Code

Responsive Advertisement

টাইটানিক সম্পর্কে বিস্তারিত তথ্য



১  -  টাইটানিকের পুরো নাম-রয়্যাল মেল স্টিমার

২  -   টাইটানিকের প্রস্তুতকারক-উত্তর আয়ারল্যান্ডের নামী কোম্পানী হারল্যান্ড এন্ড উলফ

৩  -  টাইটানিকের নির্মান সংস্থার নাম-হোয়াইট স্টার লাইন

৪  -  টাইটানিক জাহাজের উচ্চতা-১০৪ ফুট

৫  -  টাইটানিক জাহাজের দৈর্ঘ্য- ২৭৫ মিটার

৬  -   টাইটানিকের ওজন প্রায় ৬০ হাজার টন

৭  -  টাইটানিকের কর্মকর্তা- ৮৮৫ জন|

৮  -   টাইটানিকের যাত্রী সংখ্যা- ২,২২৩ জন

৯  -  টাইটানিকের নির্মান খরচ- ১৩ লক্ষ পাউন্ড প্রায়|

১০  -  টাইটানিকের নির্মানে সময় লেগেছিল-৬ বছর (১৯০৭-১৯১২)১১  -   টাইটানিকের প্রথম সমুদ্র যাত্রা শুরু-১০ এপ্রিল ১৯১২ ইং

১২  -   টাইটানিক যাত্রা শুরু করে- ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে এবং গন্তব্য ছিল নিউইয়র্ক|

১৩  -  টাইটানিকের সমুদ্র যাত্রার ৪র্থ দিনে ১৯১২ সালের ১৪ই এপ্রিল রাত ১০টা ২৩ মিনিটে উত্তর আটলান্টিকের নিউফার্ডল্যান্ডের কাছে জলের তলায় লুকিয়ে থাকা ১আইস বর্গের সাথে সজোরে ধাক্কা লাগে|

১৪  -  এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ১,৫১৩ জন যাত্রী সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়

১৫  -  টাইটানিক যখন সমুদ্র পৃষ্ঠে ডুবে যায় তখন রাত ২টা ২০ মিনিট|
 

Post a Comment

0 Comments

Close Menu