হ্যান্ডবল খেলার প্রবর্তক : হোলজার নেলসন।
হ্যান্ডবল খেলার মাঠের পরিমাপ : ৪০ * ২০ মিটার।
হ্যান্ডবল খেলার গোলপোষ্টের মাপ : বিস্তার ৩ মিটার, উচ্চতা ২ মিটার।
প্রাপ্তবয়স্ক পুরুষদের হ্যান্ডবল খেলার সময়সীমা : ১০ মিনিট বিরতিসহ ৭০ মিনিট।
মহিলাদের হ্যান্ডবল সর্বপ্রথম অন্তর্ভূক্ত হয় : মন্ট্রিল অলিম্পিকে (১৯৭৬ সালে)।
প্রথম আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা যে দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয় : অষ্ট্রিয়া-জার্মানীর মধ্যে অনুষ্ঠিত হয় এবং খেলায় অষ্ট্রিয়া জয়লাভ করে।
0 Comments