Ad Code

Responsive Advertisement

বিখ্যাত গিরিপথ সমূহ



1. প্রশ্ন: এভারেস্ট পর্বত শৃঙ্গ কোন পর্বতমালায় ?
 হিমালয় । 

 2. প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 গডউইন অষ্টিন । 

 3. প্রশ্ন: গডউইন অষ্টিন শৃঙ্গের অবস্থান কোন পর্বতশ্রেণীতে ? 
 কারাকোরাম । 

 4. প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণী কোনটি ?
 আল্পস । 

 5. প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
 আল্পস পর্বতমালা । 

 6. প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ?
 এলবুর্জ (৫৬৪১.৮ মি.) । 

 7. প্রশ্ন: ম্যাককিনলে পর্বত শৃঙ্গ কোন পর্বতমালায় অবস্থিত ?
 রকি । 

 8. প্রশ্ন: আলপিনা (উচ্চতা ১৩,৫৫০ ফুট.) গিরিপথ কোথায় অবস্থিত ? 
 কলরাডো । 

 9. প্রশ্ন: সেন্ট বার্নার্ড (উচ্চতা ৮,১০০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
 সুইস আল্পস । 

 10. প্রশ্ন: সেন্ট গথার্ড (উচ্চতা ৬,৯৩৯ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
 সুইস আল্পস । 

 11. প্রশ্ন: সিম্পলন (উচ্চতা ৬,৫৯৫ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
 সুইস আল্পস । 

 12. প্রশ্ন: বোলান (উচ্চতা ৫,৮৮০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ? 
 পাকিস্তান । 

 13. প্রশ্ন: শীপকা (উচ্চতা ৪,৩০০ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
 বুলগেরিয়া । 

 14. প্রশ্ন: খাইবার (উচ্চতা ৩,৮৭৩ ফুট ) গিরিপথ কোথায় অবস্থিত ?
 পাকিস্তান ও আফগানিস্তান । 

 15. প্রশ্ন: এশিয়া মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 এভারেস্ট (৮,৮৪৮ মি.) । 

 16. প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 কিলিমান্গ্জারো (৫,৯৬৩ মি.) । 

 17. প্রশ্ন: ইউরোপ মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 মাইন্ট এলব্রাস (৫,৬৩৩ মি.) । 

 18. প্রশ্ন: উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 ম্যাককিনলে (৬,১৯৪ মি.) । 

 19. প্রশ্ন: দক্ষিন আমেরিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 এ্যাকনকাগুয়া । 

 20. প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি ?
 পুঙ্কাকজায়া (৪,৮৮৪ মি) । 

 21. প্রশ্ন: এ্যান্টারটিকা মহাদেশের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
 ভিনসন ম্যাসিফ (৪,৮৯৭ মি.) । 

Post a Comment

0 Comments

Close Menu