প্রশ্নঃ পৃথিবীতে সর্ব মোট কয়টি মহাদেশ আছে?
উত্তরঃ ৭টি। যথাঃ- এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, ওশেনিয়া মহাদেশ, এন্টার্কটিকা মহাদেশ।
এশিয়া মহাদেশঃ
এর আয়তন- ৪,৪৪,৩০,০০
পৃথিবীর আয়তনের শতকরা হার- ২৯.৮৩%।
মোট লোকসংখ্যা- ৪১২.১১ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৬০.৩৪%।
দেশের সংখ্যা- ৪৭টি।
জাতিসংঘভূক্ত দেশ- ৪৭টি।
সর্বোচ্চ স্থান- মাউন্ট এভারেস্ট (৮,৮৫০ মিটার)
সর্বনিম্ন স্থান- লোহিত সাগর (-৩৯৬.৮ মিটার)
আফ্রিকা মহাদেশঃ
--------------------
এর আয়তন- ৩,০০,৪৩,৮৮৪
পৃথিবীর আয়তনের শতকরা হার- ২০.১৭%।
মোট লোকসংখ্যা- ১০০.৯৯ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ১৪.৭৯%।
দেশের সংখ্যা- ৫৩টি।
জাতিসংঘভূক্ত দেশ- ৫৩টি।
সর্বোচ্চ স্থান- কিলিমাঞ্জারো (৫,৮৯৪ মিটার)
সর্বনিম্ন স্থান- লেক আসাই (-১৫৬.১ মিটার)
উত্তর আমেরিকা মহাদেশঃ
--------------------
এর আয়তন- ২,৪৩,৪৫,৯০৬
পৃথিবীর আয়তনের শতকরা হার- ১৬.৩৪৩%।
মোট লোকসংখ্যা- ৫৩.৮৪ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৭.৭৮%।
দেশের সংখ্যা- ২৩টি।
জাতিসংঘভূক্ত দেশ- ২৩টি।
সর্বোচ্চ স্থান- ম্যাককিনলি (৬,১৯৪ মিটার)
সর্বনিম্ন স্থান- ডেথ ভ্যালি (-৮৫.৯ মিটার)
দক্ষিণ আমেরিকা মহাদেশঃ
--------------------
এর আয়তন- ১,৭৭,৫৯,৫৬৫
পৃথিবীর আয়তনের শতকরা হার- ১১.৯২%।
মোট লোকসংখ্যা- ৩৯.২৪ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ৫.৭৫%।
দেশের সংখ্যা- ২৩টি।
জাতিসংঘভূক্ত দেশ- ১২টি।
সর্বোচ্চ স্থান- অ্যাকামস্কাগুয়া (৭,০১৯ মিটার)
সর্বনিম্ন স্থান- ভাল্ডেস পেনিন (৩৯.৯ মিটার)
ইউরোপ মহাদেশঃ
--------------------
এর আয়তন- ১,০২,৩৭,৫৩৯
পৃথিবীর আয়তনের শতকরা হার- ৬.৮৭%।
মোট লোকসংখ্যা- ৭৩.২২ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ১০.৭২%।
দেশের সংখ্যা- ৪৬টি।
জাতিসংঘভূক্ত দেশ- ৪৬টি।
সর্বোচ্চ স্থান- মাউন্ট ব্ল্যাঙ্ক (৪,৮০৯ মিটার)
সর্বনিম্ন স্থান- কাম্পিয়ান সাগর (-২৮.০ মিটার)
ওশেনিয়া মহাদেশঃ
--------------------
এর আয়তন- ৮৩৮৭৫০০
পৃথিবীর আয়তনের শতকরা হার- ৫.৬৩%।
মোট লোকসংখ্যা- ৩.৫৪ কোটি।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- ০.৫২%।
দেশের সংখ্যা- ১৩টি।
জাতিসংঘভূক্ত দেশ- ১৩টি।
সর্বোচ্চ স্থান- কোস্কিয়াস্কো (২,২২৮ মিটার)
সর্বনিম্ন স্থান- লেক আয়ার (-১৫.৮ মিটার)
এন্টার্কটিকা মহাদেশঃ
--------------------
এর আয়তন- ১,৩৭,৪৭,৯২৬
পৃথিবীর আয়তনের শতকরা হার- ৯.২৩%।
মোট লোকসংখ্যা- ৮ হাজার (অস্থায়ী)।
পৃথিবীর লোকসংখ্যার শতকরা হার- -।
দেশের সংখ্যা- ১৯৪টি।
জাতিসংঘভূক্ত দেশ- ১৯২টি।
সর্বোচ্চ স্থান- ভিনেসেফ ম্যাসিক (৫,১৪০ মিটার)।
সর্বনিম্ন স্থান-
0 Comments