Ad Code

Responsive Advertisement

বাংলা বারো মাসের নামকরণ ও ইতিহাস




বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । বাংলা মাসের এই নামগুলি হচ্ছেঃ

১. বৈশাখ – বিশাখা নক্ষত্রের নাম অনুসারে

২. জ্যৈষ্ঠ – জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে

৩. আষাঢ় – উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে

৪. শ্রাবণ – শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে

৫. ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে

৬. আশ্বিন – অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে

৭. কার্তিক – কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে

৮. অগ্রহায়ণ(মার্গশীর্ষ) – মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে

৯. পৌষ – পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে

১০. মাঘ – মঘা নক্ষত্রের নাম অনুসারে

১১. ফাল্গুন – উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে

১২. চৈত্র – চিত্রা নক্ষত্রের নাম অনুসারে 

Post a Comment

0 Comments

Close Menu