Ad Code

Responsive Advertisement

জরায়ুর প্রদাহ ও চিকিৎসা পরামর্শ

#বিষয়ঃ জরায়ুর প্রদাহ ও চিকিৎসা পরামর্শঃ)


#জরায়ু প্রদাহ একটি খারাপ ব্যাধি। সাথে সাথে চিকিৎসা না করলে কঠিন ও জটিল রোগ সৃষ্টি হবার সম্ভাবনা বেশী থাকে। বিবাহের পরে বা সন্তান জন্ম নেবার পরে এই রোগ হতে পারে।

#রোগের কারনঃ-
১) জরায়ুতে বিভিন্ন ধরনের দূষণ থেকে এই রোগ হতে দেখা যায়।
২) প্রসাবনালী হতে নির্গত জীবাণু যোনীতে প্রবেশ করার জন্য ও জরায়ু প্রদাহ হয়।
৩) গর্ভপাত বা প্রসবের পর ঠিকমত জরায়ুর যত্ন না নিলে।
৪) মাসিকের সময় ময়লা কাপড় নিলে , জরায়ুতে টিউমার হলে জরায়ু প্রদাহ দেখা দিতে পারে।

#রোগের লক্ষন সমূহঃ-
১) যোনীপথে ও জরায়ুতে ব্যথা হতে দেখা যায়।
২) মাসিকের পর প্রদর হতে দেখা যায়।
৩) ঋতুস্রাবে দুর্গন্ধ হতে দেখা যায়।
৪) মাসিকের সময় জ্বালা ও ব্যথা করে। অনেক সময় রক্তপাত হতে পারে।
৫) জ্বর, গা ম্যাজম্যাজ করা, মাথা ধরা থাকতে পারে।

#খাবার ও চিকিৎসাঃ-
১) রোগের প্রাথমিক অবস্থাতেই অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২) ভাল পুষ্টিকারক খাবার দিতে হবে।
৩) রোগীর প্রতি যত্নবান হওয়া উচিত।

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

#জরায়ু
#জরায়ুপ্রদাহ
#Uterus
#female
#femaledisease

Post a Comment

0 Comments

Close Menu