#বিষয়ঃ রোজা রেখে যেভাবে সুস্থ থাকবেন
#বিস্তারিতঃ রোজা রাখার সময় সুস্থ থাকতে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। নিচে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হলো:
✓ সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন
1. সেহরিতে:
= প্রোটিন সমৃদ্ধ খাবার খান (ডিম, দুধ, দই, চিকেন, ডাল)।
= জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করুন (ওটস, লাল আটার রুটি, সবজি)।
= পর্যাপ্ত পানি পান করুন (২-৩ গ্লাস)।
2. ইফতারে:
= খেজুর ও পানি দিয়ে ইফতার শুরু করুন।
= হালকা খাবার খান (ছোলা, ফল, স্যুপ, শরবত)।
= ভাজাপোড়া কমিয়ে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খান।
= পানি ও হাইড্রেশন বজায় রাখা
= সেহরি ও ইফতারের মাঝে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন।
= ক্যাফেইন ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন।
= পর্যাপ্ত বিশ্রাম নিন।
= ঘুমের সময় ঠিক রাখুন (৫-৭ ঘণ্টা)।
= রাতে ঘুমের আগে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করুন।
= হালকা শারীরিক পরিশ্রম করুন
= বেশি পরিশ্রম এড়িয়ে চলুন।
= নামাজ ও হালকা ব্যায়াম রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।
✓ স্বাস্থ্য সমস্যা থাকলে সতর্কতা অবলম্বন করুন।
✓ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
✓ শরীর দুর্বল লাগলে বিশ্রাম নিন।
°এই নিয়মগুলো মেনে চললে রমজান মাসেও সুস্থ ও শক্তিশালী থাকা সম্ভব।
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
#রোজারসুস্থতাকথা
#রমজানপরামর্শ
#রোজারপুষ্টি
#সুস্থথাকারটিপস
#ইফতারসাহরিটিপস
#রোজারখাবার
#রমজানেরশরীরচর্চা
#সুস্থরমজান
#HealthyFasting
#RamadanTips
#StayHealthyInRamadan
#RamadanNutrition
#FastingWellness
#RamadanHydration
#IftarAndSuhoorTips
#RamadanFitness
0 Comments