Ad Code

Responsive Advertisement

সকাল বেলার জিকির

সকাল বেলার জিকির




» আয়াতুল কুরসি (সূরা বাক্বারার ২৫৫ নং আয়াত) ১ বার। (তাবারানী)

» সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস ৩ বার করে। (তিরমিজি, হাঃ ৩৫৭৫)

» নিচের দোয়াটি ৭ বার।
উচ্চারণঃ আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। ①
অর্থঃ হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। (আবু দাউদ, হাঃ ৫০৭৯)

» নিচের দোয়াটি ১০০ বার।
উচ্চারণঃ সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী। ②
অর্থঃ আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তারই। (মুসলিম, হাঃ ৬৭৩৬)

» নিচের দোয়াটি ৩ বার।
উচ্চারণঃ বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াযুররু মাআ ইসমিহী শাইয়ুন ফিল আরদি ওয়া লা ফিসসামা-ই ওয়া হুয়াস সামীউল আলীম। ③

অর্থঃ আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও যমীনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। (আবু দাউদ, হাঃ ৫০৮৮)

» নিচের দোয়াটি ৩ বার।
উচ্চারণঃ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আদাদা খালক্বিহী, ওয়া রিদা নাফসিহী, ওয়া যিনাতা আরশিহী, ওয়া মিদা-দা কালিমা তিহী। ④

অর্থঃ আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মাখলুকের সংখ্যার পরিমাণ, তার সন্তুষ্টির পরিমাণ, তার আরশের ওযন পরিমাণ ও তার কালিমাসমূহের সংখ্যার পরিমাণ। (মুসলিম, হাঃ ৬৮০৬)

» নিচের দোয়াটি ১ বার।
উচ্চারণঃ আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শায়য়িন কাদির। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রা হাযাল ইয়াওমি ওয়া আউযুবিকা মিন শাররি হাযাল ইয়াওমি ওয়া শাররি মা বা'দাহা। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কাসালি ওয়া সুয়িল কিবারি। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিন ফিন-নারি ওয়া আযাবিন ফিল ক্বাবর। ⑤

অর্থঃ আমরা এবং সমগ্র জগৎ আল্লাহর জন্য সকালে উপনীত হলাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি এক, তাঁর কোন শরিক নেই। রাজত্ব এবং সমস্ত প্রশংসা তাঁর। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। হে আল্লাহ! আমি তোমার নিকিট এ দিনের মঙ্গল কামনা করছি, আর আমি আশ্রয় চাই এ দিনের অমঙ্গল এবং এ দিনের পরবর্তী অংশে যে অমঙ্গল রয়েছে তা হতে। হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই অলসতা ও বার্ধক্যের অপকারিতা হতে। হে আল্লাহ! আমি আশ্রয় চাই জাহান্নামের আজাব ও কবরের শাস্তি হতে। (আবু দাউদ, হাঃ ৫০৭১)


Post a Comment

0 Comments

Close Menu