Ad Code

Responsive Advertisement

কি কি দোয়া করবেন

কি কি দোয়া করবেন




» নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন।
» গুনাহ থেকে বেছে থাকার জন্য দোয়া করবেন।
» আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন।
» সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» আল্লাহর হুকুম মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন।
» ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন।
» মােনাফেকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন।
» পিতামাতার জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততির জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততি স্বামী-স্ত্রী নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন।
» বদ নজর থেকে বাচার জন্য দোয়া করবেন।
» বিপদ, বলা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» শিরক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» লােক দেখানাে ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন।
» ঈমানী শক্তি বৃদ্ধির জন্য দোয়া করবেন।
» সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন।
» ঈমানী মৃত্যুর জন্য দোয়া করবেন।
» বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» জান্নাতুল ফিরদাউস এর জন্য দোয়া করবেন।
» জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» ইসলামের সম্প্রসারণে নিজের সামিল হওয়ার জন্য দোয়া করবেন।
» ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন।
» আপনার প্রয়ােজন পুরনের জন্য দোয়া করবেন।
» রােগমুক্তির জন্য দোয়া করবেন।
» হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» সহজে ঋণ পরিশােধ হওয়ার জন্য দোয়া করবেন।
» কাফেরদের উৎপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন।
» নিজেকে অন্যের উপর বােঝা স্বরূপ না হওয়ার দোয়া করবেন।
» অন্যের কাছে অপদস্ত না হওয়ার দোয়া করবেন।
» ঈমানী মৃতযুর জন্য দোয়া করবেন।
» বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন।
» জান্নাতুল ফিরদাউস এর জন্য দোয়া করবেন।
» জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» কবরের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» সকাল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» প্রতিদিন কোরান তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» নবীজীর শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন।
» দজ্জালের ফিতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন।
» সকল রকম ফিতনা থেকে মুক্তির জন্য দোয়া করবেন।
» মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।
» সন্তান সন্ততি স্বামী-স্ত্রী নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন।
» স্বামী স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক বজায় থাকার জন্য দোয়া করবেন।
» সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন।
» ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন।
» ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন।
» আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করবেন।
» যারা আপনার কাছে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন।
» যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন।
» ইসলামের পথে থাকা সহজ জন্য দোয়া করবেন।
» ইসলামের সঠিক পথে থাকার জন্য দোয়া করবেন।
» ইসলামের সম্প্রসারণের জন্য দোয়া করবেন।


Post a Comment

0 Comments

Close Menu