#বিষয়ঃ মাইগ্রেন বা শিরপীড়া ও চিকিৎসাঃ)
#মাথাব্যথা মানেই যে মাইগ্রেন তা কিন্তু না। মাইগ্রেন রোগের কিছু ভিন্ন লক্ষণ আছে যা সাধারণ মাথাব্যাথা থেকে আলাদা। এই রোগের উৎস ও উপসর্গও আলাদা। অনেকেরই হয়ত হঠাৎ হঠাৎ মাথা ব্যাথা উঠে।
#রোগের কারনঃ-
১) বংশগত বা জেনেটিক।
২) দুশ্চিন্তা এবং অস্থিরতা।
৩) শব্দ দূষণ, পরিবেশ দুষণ, বায়ু দুষণ ইত্যাদি।
৪) ঘুম কম হওয়া অথবা অতিরিক্ত সময় ধরে বিছানায় শুয়ে থাকা।
৫) মেয়েদের ক্ষেত্রে পিরিওডের সময়কাল এবং জন্মনিয়ন্ত্রণ বড়িও মাইগ্রেনের কারণ হতে পারে।
#রোগের লক্ষন সমূহঃ-
১) মাথার একপাশ বা উভয় পাশে তীব্রভাবে ব্যথা হয়।
২) কোন ব্যাথা তিন চার ঘন্টা স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যেই ঝড় তুলে শেষ হয়ে
৩) আবার কোন কোন ব্যাথা সপ্তাহ ধরে থাকে।
৪) বমিভাব বা ব্যাথা বেশি তীব্র হলে বমি পারে।
৫) দৃষ্টি শক্তির গোলযোগ হতে পারে।
#খাবার ও চিকিৎসাঃ-
১) একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
২) যে স্থানে ব্যথা বেশি অনুভূত হচ্ছে, সেখানে বরফ বা ঠাণ্ডা সেক দিন।
৩) মাথার নিচে ও কাঁধে বালিশ রেখে হেলান দিয়ে থাকুন।
#মাইগ্রেন
#শিরপীড়া
#মাথাব্যথা
#মাথাব্যাথা
#মাইগ্রেনেরচিকিৎসা
#মাথাব্যাথারচিকিৎসা
#headache
#migraine
#migrainerelief
#migraineawareness
#migrainetreatment
#migraineheadache
#migrainesupport
#headachetreatment
#headacherelief
0 Comments