Ad Code

Responsive Advertisement

কটিবাত ও সায়াটিকা এবং চিকিৎসা পরামর্শ | কটিবাত | বাত | বাত ব্যথা | বাত ব্যাথা | বাতের ব্যথা | সায়াটিকা | কোমরে ব্যথা | কোমরে ব্যাথা | pain relief | sciatica | sciatica pain | sciatica relief | sciatica treatment | sciatica pain relieve | body pain relief

#বিষয়ঃ কটিবাত ও সায়াটিকা এবং চিকিৎসা পরামর্শঃ) 



#কোমরের পেছনে রানের ব্যাথা হলে তাকে লুমবাগো বা কটিবাত বলে। এটি এক প্রকার বাত। আবার কোমরের নিচে সয়াটিকা নার্ভে প্রদাহ হতে পারে।


#রোগের কারন:-

১) কটিদেশে সজোরে আঘাত লাগা।

২) ভারি বোঝা উঠালে বা বহন করলে।

৩) উঁচু স্থান থেকে পড়ে নার্ভের উপর চাপ পড়লে।

৪) ভিটামিন বি এর অভাবে সয়াটিকা নার্ভে প্রদাহ হয়।

৫) তাছাড়া পুষ্টিকর খাবারের অভাব, শরীরে ঠাণ্ডা লাগা প্রভৃতি কারনে এই রোগ হয়ে থাকে।


#রোগের লক্ষন সমূহঃ-

১) কোমর টিপলে বা চাপ দিলে ব্যথা পাওয়া যায় না কিন্তু হাটলে বা নড়াচড়া করলে কথা অনুভব হয়।

২) কোমর নাড়ানো যায়না, বসে থেকে উঠতে গেলে ব্যথা লাগে।

৩) ভোরবেলা বা বর্ষা কালে স্যাত স্যাতে ঘরে থাকলে এই কথা বাড়ে।

৪) ইলেকট্রিক শকের মত ব্যথা অনুভব হয়।


#খাবার ও চিকিৎসাঃ-

১) রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে।

২) প্রয়োজনে শরীরে সারেল কোরসেট বেল্ট ব্যবহার করতে হবে।

৩) রোগীকে পুর্ন বিশ্রামে রাখতে হবে।

৪) একটানা দাঁড়িয়ে থাকা বা বাঁকা হয়ে থাকা যাবে না ।


#কটিবাত 

#বাত 

#বাতব্যথা 

#বাতব্যাথা 

#বাতেরব্যথা 

#সায়াটিকা 

#কোমরেব্যথা 

#কোমরেব্যাথা 

#painrelief 

#sciatica 

#sciaticapain 

#sciaticarelief 

#sciaticatreatment 

#sciaticapainrelieve 

#bodypainrelief 


#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu