Ad Code

Responsive Advertisement

মাইগ্রেন বা শিরপীড়া ও চিকিৎসা | মাথাব্যাথা | মাইগ্রেনের চিকিৎসা | মাথা ব্যাথার চিকিৎসা | headache | migraine | migraine relief | migraine awareness | migraine treatment | migraine headache | migraine support | headache treatment | headache relief

#বিষয়ঃ মাইগ্রেন বা শিরপীড়া ও চিকিৎসাঃ)



#মাথাব্যথা মানেই যে মাইগ্রেন তা কিন্তু না। মাইগ্রেন রোগের কিছু ভিন্ন লক্ষণ আছে যা সাধারণ মাথাব্যাথা থেকে আলাদা। এই রোগের উৎস ও উপসর্গও আলাদা। অনেকেরই হয়ত হঠাৎ হঠাৎ মাথা ব্যাথা উঠে। 


#রোগের কারনঃ-

১) বংশগত বা জেনেটিক।

২) দুশ্চিন্তা এবং অস্থিরতা।

৩) শব্দ দূষণ, পরিবেশ দুষণ, বায়ু দুষণ ইত্যাদি।

৪) ঘুম কম হওয়া অথবা অতিরিক্ত সময় ধরে বিছানায় শুয়ে থাকা।

৫) মেয়েদের ক্ষেত্রে পিরিওডের সময়কাল এবং জন্মনিয়ন্ত্রণ বড়িও মাইগ্রেনের কারণ হতে পারে।


#রোগের লক্ষন সমূহঃ-

১) মাথার একপাশ বা উভয় পাশে তীব্রভাবে ব্যথা হয়।

২) কোন ব্যাথা তিন চার ঘন্টা স্থায়ী হয় এবং এই সময়ের মধ্যেই ঝড় তুলে শেষ হয়ে

৩) আবার কোন কোন ব্যাথা সপ্তাহ ধরে থাকে।

৪) বমিভাব বা ব্যাথা বেশি তীব্র হলে বমি পারে।

৫)  দৃষ্টি শক্তির গোলযোগ হতে পারে।


#খাবার ও চিকিৎসাঃ-

১) একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে।

২) যে স্থানে ব্যথা বেশি অনুভূত হচ্ছে, সেখানে বরফ বা ঠাণ্ডা সেক দিন।

৩) মাথার নিচে ও কাঁধে বালিশ রেখে হেলান দিয়ে থাকুন।


#মাইগ্রেন 

#শিরপীড়া

#মাথাব্যথা 

#মাথাব্যাথা 

#মাইগ্রেনেরচিকিৎসা

#মাথাব্যাথারচিকিৎসা 

#headache 

#migraine 

#migrainerelief 

#migraineawareness 

#migrainetreatment 

#migraineheadache 

#migrainesupport 

#headachetreatment 

#headacherelief 



#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu