#বিষয়ঃ কটিবাত ও সায়াটিকা এবং চিকিৎসা পরামর্শঃ)
#কোমরের পেছনে রানের ব্যাথা হলে তাকে লুমবাগো বা কটিবাত বলে। এটি এক প্রকার বাত। আবার কোমরের নিচে সয়াটিকা নার্ভে প্রদাহ হতে পারে।
#রোগের কারন:-
১) কটিদেশে সজোরে আঘাত লাগা।
২) ভারি বোঝা উঠালে বা বহন করলে।
৩) উঁচু স্থান থেকে পড়ে নার্ভের উপর চাপ পড়লে।
৪) ভিটামিন বি এর অভাবে সয়াটিকা নার্ভে প্রদাহ হয়।
৫) তাছাড়া পুষ্টিকর খাবারের অভাব, শরীরে ঠাণ্ডা লাগা প্রভৃতি কারনে এই রোগ হয়ে থাকে।
#রোগের লক্ষন সমূহঃ-
১) কোমর টিপলে বা চাপ দিলে ব্যথা পাওয়া যায় না কিন্তু হাটলে বা নড়াচড়া করলে কথা অনুভব হয়।
২) কোমর নাড়ানো যায়না, বসে থেকে উঠতে গেলে ব্যথা লাগে।
৩) ভোরবেলা বা বর্ষা কালে স্যাত স্যাতে ঘরে থাকলে এই কথা বাড়ে।
৪) ইলেকট্রিক শকের মত ব্যথা অনুভব হয়।
#খাবার ও চিকিৎসাঃ-
১) রোগীর অবস্থা আশঙ্কা জনক হলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসা করাতে হবে।
২) প্রয়োজনে শরীরে সারেল কোরসেট বেল্ট ব্যবহার করতে হবে।
৩) রোগীকে পুর্ন বিশ্রামে রাখতে হবে।
৪) একটানা দাঁড়িয়ে থাকা বা বাঁকা হয়ে থাকা যাবে না ।
#কটিবাত
#বাত
#বাতব্যথা
#বাতব্যাথা
#বাতেরব্যথা
#সায়াটিকা
#কোমরেব্যথা
#কোমরেব্যাথা
#painrelief
#sciatica
#sciaticapain
#sciaticarelief
#sciaticatreatment
#sciaticapainrelieve
#bodypainrelief
0 Comments