Ad Code

Responsive Advertisement

শ্বাসরোধ ও কারণ ও প্রাথমিক চিকিৎসা

#বিষয়ঃ শ্বাসরোধ ও কারণ ও প্রাথমিক চিকিৎসা)



★বিভিন্ন কারণে শ্বাসরোধ হয়ে থাকে। কোনও দ্রব্য দ্বারা যদি শ্বাসনালী বন্ধ হয় তবে শ্বাসরোধ হয়ে থাকে ।

#শ্বাসরোধের কারণগুলোঃ)
 ১) নিঃশ্বাসে অক্সিজেনের অভাব ঘটলে , যেমন - কয়লা খনিতে, পুরনো কূপে।
২) খাদ্য দ্রব্য শ্বাসনালীতে আটকে গেলে ।
৩) বাধানো দাঁত খুলে গলায় আটকে গেলে। 
৪) বমি, রক্ত, মাংসের হাড়, মাছের কাঁটা ইত্যাদি গলায় আটকে গেলে । এ অজ্ঞান রোগী জিহ্বা উল্টে যদি পেছন দিকে পড়ে যায় তবে তার শ্বাসবন্ধ হয়ে যায়।
৫) পানিতে ডুবে গেলে ।
৬) বৈদ্যুতিক শকের কারণে।
৭) দুর্ঘটনায় বুকে ক্ষত হলে ।
৮) গলা টিপে হত্যা করলে কিংবা গলায় দড়ি দিলে ।
৯) বুকের ওপর কোনও ভারী বস্তুর চাপ পড়লে, বুকে যদি কোনও বড় ধরনের আঘাত লাগে ।
১০) দুর্ঘটনায় বড় ধরনের কোনও আঘাত লাগলে ।
১১) বিষাক্ত ওষুধ সেবন করলে যেমন- মরফিয়া।
১২) বিভিন্ন রোগ ব্যধিজনিত কারণে- পোলিও ইত্যাদি ।১৩) বন্ধ ঘরে বাতি জ্বেলে ঘুমোলে অনেক সময় শ্বাসরোধ হয়। কারণদহনের ফলে বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্যাস জমা হয় এবং এতে করে শ্বাসরোধ হতে পারে ।
১৪) মস্তিষ্কের শ্বাস প্রশ্বাস কেন্দ্র আঘাত প্রাপ্ত হলে।

#শ্বাসরোধের প্রথম অবস্থার লক্ষণ সমূহঃ)
১) শ্বাস কষ্টকর এবং অনিয়মিত।
২) নাড়ী দ্রুত ও দুর্বল।
৩) রোগীর মূর্ছাভাব ।
৪) রোগীর ঠোঁট, নাক, কান ইত্যাদি নীলাভ ভাব ।
৫) রোগীর গলা ফুলে ওঠা।
৬) শ্বাস অনিয়মিত হবে- কখনও কম কখনও বেশি হবে।
৭) বিষাক্ত ওষুধের লক্ষণাদি ফুটে উঠবে।

#প্রাথমিক চিকিৎসা কিভাবে করবেনঃ)
১) যে সকল কারণে শ্বাসরোধ হচ্ছে তা দূর করতে হবে।২) রোগীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেবার ব্যবস্থা করতে হবে।
৩) শ্বাস প্রশ্বাস যাতে স্বাভাবিক থাকে সেজন্য অবশ্যই শ্বাসনালী পরিষ্কার ও খোলা রাখতে হবে ।
৪) শ্বাস বন্ধ হয়ে গেলে সাথে সাথে কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করতে হবে।
৫) শক্ এড়াবার ব্যবস্থা করতে হবে ।
৬) শ্বাস প্রশ্বাসে কোনও বাধা থাকলে সে বাধা দূর করতে হবে।
৭) মুক্ত বায়ুর ব্যবস্থা করার জন্য লোকের ভীড় কমাতে হবে।
৮) দ্রুত মেডিকেল ব্যবস্থা করতে হবে।

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu