সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা।
Govt. Homoeopathic Medical College & Hospital Dhaka.
#মহামতি স্যামুয়েল ফ্রেডরিখ হ্যানিম্যান (১৭৫৫-১৮৪৩) কর্তৃক আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে একটি জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা। দেশের এক তৃতীয়াংশ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী এবং নারী ও শিশু এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে এবং এর উপর আস্থা রাখে।
#এই চিকিৎসা পদ্ধতির উন্নয়ন, আধুনিকায়ন এবং সম্প্রসারণের জন্য সরকার ১৯৮৯ সালে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির উন্নয়ন প্রকল্পের আওতায় 'সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালটি" প্রতিষ্ঠা করেন।
#স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালকের মাধ্যমে কলেজের জনবল নিয়োগ, ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া এবং প্রশাসনিক কাজ সম্পন্ন করা হয়। কলেজের কোর্স কারিকুলাম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ ও সার্টিফিকেট প্রদান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত হয়। জাতীয় স্বাস্থ্য নীতিতেও অল্টারনেটিভ চিকিৎসার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
#ছাত্রছাত্রীঃ ১৯৮৯-১৯৯০ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ১০০ জন ছাত্র/ছাত্রী আসন সংখ্যা নিয়ে অত্র কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়। কলেজে শিক্ষক ও চিকিৎসক স্বল্পতার কারনে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র/ছাত্রী ভর্তি আসন সংখ্যা ৫০ জন নির্ধারন করে। কলেজে ৩৪ টি ব্যাচের মধ্যে ১ম-২৭তম ব্যাচের প্রায় ১৭০০ জন ছাত্র-ছাত্রী পাশ করে চিকিৎসক হয়েছেন; ২৮ তম ব্যাচ ইন্টার্নশীপ করছে, বাকি ২৯ তম-৩৪ তম ব্যাচের ২৫০ জন ছাত্র/ছাত্রী বিভিন্ন বর্ষে অধ্যয়ন করছে।
#লাইব্রেরী ও সম্মেলন কক্ষঃ) সার্বক্ষণিক ওয়াইফাই সহ চিকিৎসা বিজ্ঞানের নানা শাখার সর্বশেষ এডিশনের প্রায় ৬০০০ টি বই এবং বিভিন্ন প্রকার মেডিকেল জার্নাল সমৃদ্ধ একটি আধুনিক লাইব্রেরী রয়েছে। কলেজের নিচ তলায় আধুনিক সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত ১ টি সম্মেলন কক্ষ রয়েছে।
#কলেজের শিক্ষক সংখ্যাঃ) বর্তমানে কলেজে শিক্ষকগণের ৪১ টি স্থায়ী পদ, ৬ টি অস্থায়ী রাজস্ব পদ ও ১৩ টি উন্নয়ন প্রকল্প (এএমসি) শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে মোট ৫৯ জন শিক্ষক কর্মরত আছেন এবং ১৭ টি পদ শূন্য রয়েছে। শিক্ষকদের মধ্যে ৩১ জন হোমিওপ্যাথিক বিএইচএমএস শিক্ষক এবং ২৬ জন এমবিবিএস শিক্ষক রয়েছে। ২ জন শিক্ষক সংযুক্তিতে কর্মরত রয়েছে।
#হাসপাতালঃ) হাসপাতালে ১৫ টি স্থায়ী রাজস্বপদ ১ টি অস্থায়ী রাজস্বপদ এবং ১০ টি উন্নয়ন প্রকল্প (এএমসি) চিকিৎসকদের পদ রয়েছে এর মধ্যে ২৪ টি পদে চিকিৎসক কর্মরত রয়েছেন। চিকিৎসকের মধ্যে ১২ জন হোমিওপ্যাথিক বিএইচএমএস এবং ১২ জন এমবিবিএস চিকিৎসক রয়েছেন এবং ১জন এমবিবিএস চিকিৎসক সংযুক্তিতে কর্মরত রয়েছেন।
#গবেষণা ও উৎপাদন ইউনিটঃ) বিভিন্ন প্রকার ঔষধ প্রস্তুত করা হয় ও হোমিওপ্যাথিক বিষয়ে গবেষণা করা হয়। চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন প্রকার হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদন করা হয় এবং মাননিয়ন্ত্রণ করা হয়। এখানে একটি ঔষধ জাদুঘর ও হারবেরিয়াম আছে। গবেষণা ও উৎপাদন ইউনিটে একজন কর্মকর্তা কর্মরত রয়েছে।
#লক্ষ্য ও উদ্দেশ্যঃ) হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করন এই মেডিকেল কলেজ ও হাসপাতাে লর উদ্দেশ্য। একবিংশ শতাব্দীর স্বাস্থ্য সমস্যা নিরসনে উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তার তৈরির লক্ষ্যে আধুনিক কারিকুলাম সংযুক্ত করা হয়েছে। যাতে তারা গুণগত মান সম্পন্ন শিক্ষার মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে।
#ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়াঃ) চিকিৎসা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রতি সেশনে ৫০ জন ছাত্র/ছাত্রী ভর্তি করা হয়। ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন ফরম পূরন করতে হবে।
#ভর্তির যোগ্যতাঃ) এসএসসি এবং এইচএসসি জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগ হইতে উত্তীর্ন ছাত্র/ছাত্রীরা ভর্তির আবেদন করতে পারে। উভয় পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে এবং মোট জিপিএ- ০৮ থাকতে হবে।
#শিক্ষাদান পদ্ধতিঃ) এই কলেজে আধুনিক শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রদান করতে হয়। এর মধ্যে রয়েছে লেকচার ক্লাস, ডেমনসট্রেশান প্র্যাকটিক্যাল ক্লাস, ক্লিনিকাল ক্লাস, ল্যাবরেটরী কার্যক্রম, কেইসষ্টাডি, সেমিনার, ফিল্ড ভিজিট, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি ভিজিট। এছাড়া প্রশস্ত শ্রেণীকক্ষে রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, হোয়াইটবোর্ড, পোস্টার ও মানব দেহের বিভিন্ন অঙ্গের ভিসেরা ও মডেল। ল্যাবরেটরী সমূহে রয়েছে আধুনিক যন্ত্রপাতি এবং রিয়েজেন্ট।
#পেশাগত সুযোগ সুবিধাঃ) একজন বিএইচএমএস ডিগ্রিধারী সমাজে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবতার মহান দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও তারা শিক্ষা, গবেষণা, পুষ্টি, সামাজিক পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন।
#সরকারি চাকুরীঃ) স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন উপজেলা এবং জেলা সদর হাসপাতালে ১০০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক কর্মরত রয়েছেন। সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪১ টি পদে বি এইচ এম এস ডিগ্রীধারী চিকিৎসক কর্মরত রয়েছে। বিএইচএমএস চিকিৎসকগন অন্যান্য গ্র্যাজুয়েটদের মত বিসিএস সহ অন্যান্য সরকারি/বেসরকারি চাকুরী প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারে।
#বেসরকারি চাকুরীঃ) বর্তমানে সারা বাংলাদেশে ১ টি বেসরকারি বিএইচএমএস মেডিকেল কলেজ এবং ৬৫টি ডিএইচএমএস ডিপ্লোমা মেডিকেল কলেজ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা দিয়ে যাচ্ছে। এ সকল প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক পদে শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। এছাড়া বর্তমানে ৮১ টি হোমিওপ্যাথিক ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ঔষধ উৎপাদন করে যাচ্ছে। এই সকল ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরীতে বিএইচএমএস ডিগ্রীধারীগন তাদের মেধা ও দক্ষতা কাজে লাগাচ্ছেন।
সর্বোপরি প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে স্বাধীনভাবে দেশের রোগাক্রান্ত মানুষের সেবা প্রদানের অবারিত সুযোগ রয়েছে। তাই ছাত্র/ছাত্রীদের প্রতি আহবান, শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও।
#তথ্যসূত্রঃ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় পুনর্মিলনী স্মরণিকা।
0 Comments