Ad Code

Responsive Advertisement

নবজাতকের ধনুষ্টঙ্কার | নবজাতকের ধনুষ্টঙ্কারের লক্ষণ | নবজাতকের ধনুষ্টঙ্কার প্রতিরোধ | নবজাতকের ধনুষ্টঙ্কারের চিকিৎসা

নবজাতকের ধনুষ্টঙ্কার





লক্ষনঃ

  • শিশু জন্মের প্রথম দুই দিন পর্যন্ত স্বাভাবিকভাবে মায়ের বুকের দুধ চুষে খেতে পারার পড়ে
  • ০৩ থেকে ২৮ দিনের শিশুরা এই রোগে আক্রান্ত হয় সবচেয়ে বেশি।
  • আক্রান্ত শিশু মায়ের বুকের দুধ চুষে খেতে পারে না।
  • সারা শরীর শক্ত হয়ে যায়
  • আক্রান্ত শিশুর শরীর বাঁকা হয়ে যায়।

#এরকম লক্ষণ দেখা দিলে আমার ধরে নিতে যে শিশুটি ধনুষ্টঙ্কারে আক্রান্ত। এই রোগটি এতোই ভয়াবহ যে আক্রান্ত শিশুর মৃত্যু অনিবার্য। এই রোগে আক্রান্ত শিশু মৃত্যুর হার ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত।

প্রতিরোধঃ ধনুষ্টঙ্কারে আক্রান্ত হলে যেহেতু মৃত্যু অনিবার্য তাই শিশু জাতে এই রোগে আক্রান্ত হতে না পারে তার জন্য দরকার প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহণ করা। যেমনঃ-

১। গর্ভধারণের আগেই অথবা গর্ভধারণ অবস্থায় মায়ের ধনুষ্টঙ্কার প্রতিরোধ টিকা গ্রহণ করা

২। শিশুর জন্মদান পদ্ধতিটি হতে হবে সম্পূর্ণ জবানুমুক্ত পরিবেশে। বিশেষ করে নবজাতকের নাভির স্টাম্পটি জীবাণুমুক্ত কেঁচি দিয়ে কাটা।


#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu