Ad Code

Responsive Advertisement

কনজেনিটাল রুবেলা সিন্ড্রম

কনজেনিটাল রুবেলা সিন্ড্রম





গর্ভবতী মা যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে জন্ম পরবর্তী শিশুরও এই রোগে আক্রান্ত হতে পারে এবং মারাত্মক ত্রুটি নিয়ে জন্মায়। যেমনঃ

  • বধির
  • চোখের ছানি
  • হৃদপিণ্ডের জটিলতা
  • মানসিক প্রতিবন্ধকতা
  • শারিরিক প্রতিবন্ধকতা

কনজেনিটাল রুবেলা সিন্ড্রোমের রোগী কারাঃ

  • এক বছরের নিচের কোনো শিশুর কনজেনিটাল রুবেলা সিন্ড্রোমের লক্ষণ না থাকলেও যদি গর্ভকালীন অবস্থায় মায়ের সন্দেহজনক বা নিশ্চিত রুবেলা রোগের ইতিহাস থাকে।
  • এক বছরের নিচের কোনো শিশু জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত এবং/বা কানে শোনে না (বধির) বলে সন্দেহ হয় এবং/বা যেকোনো একটা চোখের জটিলতা থাকে: চোখের ছানি, চোখে ঝাপসা দেখা/কম দেখা, ছোট চোখ, ট্যারা চোখ, জন্মগত গ্লুকোমা (চোখের আয়তন বড়)

প্রতিরোধঃ আমাদের মনে রাখতে হবে, এটা যেহেতু একটা জন্মগত রোগ–তাই এর কোনো চিকিৎসা নেই। প্রতিরোধই আমাদের একমাত্র হাতিয়ার। তাই ১৫ বছর বয়স হয়ে যাবার পর প্রতিটি নারীকে একটি মিজেলস রুবেলা টিকা নিতে হবে অথবা গর্ভধারণের পরিকল্পনার আগে প্রতিটি নারীকে অবশ্যই একটি মিজেলস রুবেলা টিকা নিতে হবে। তবে মনে রাখতে হবে, টিকা নেয়ার পর ৩ মাস গর্ভধারণ করা যাবে না।



#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu