Ad Code

Responsive Advertisement

বুক জ্বালাপোড়া করা ও পরামর্শ | বুক | বুকজ্বালাপোড়া | বুকজ্বালাপোড়ারচিকিৎসা | chest | chestburn | chestburning | gastric | chestpain | chester

#বিষয়ঃ বুক জ্বালাপোড়া করা ও পরামর্শঃ)



#বুক জ্বালাপোড়া আমাদের জীবনে খুব পরিচিত একটি সমস্যা। বুক জ্বালাপোড়া করলে বেশ অস্বস্থি অনুভব হয়।

#রোগের কারনঃ-
১) গ্যাস্ট্রিকের কারনে সাধারণত হয়ে থাকে।
২) উল্টাপাল্টা কিছু খেলে।
৩) অতিরিক্ত ধূমপান করলে বা অ্যালকোহল সেবন করলে।

#রোগের লক্ষন সমূহঃ-
১) বুকে ব্যথা হওয়া, বিশেষত সামনের দিকে ঝুকলে কিংবা শুয়ে পড়ার সময়।
২) উদরের উপরের দিকে মৃদু ব্যথা হওয়া।
৩) বুকে জ্বালাপোড়া হওয়া, ঠিক বুকের মাঝ বরাবর উপর থেকে নিচে। জ্বালাপোড়া হওয়া, বিশেষত
খাওয়া দাওয়ার পর এই জ্বালা পোড়া শুরু হয়

#খাবার ও চিকিৎসাঃ-
১) অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
২) বুক জ্বলা পোড়ার কষ্ট থেকে দ্রুত নিরাময় পেতে আদা চা খেতে পারেন।
৩) ঠিক ঘুমোতে যাবার আগ আগ দিয়ে খাওয়া দাওয়ার অভ্যাস ত্যাগ করুন।

#বুক
#বুকজ্বালাপোড়া
#বুকজ্বালাপোড়ারচিকিৎসা
#chest
#chestburn
#chestburning
#gastric
#chestpain
#chester

#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!

ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭

#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)  
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল 
2) সুসার মেডিকেল সার্ভিসেস 
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার 

#চেম্বারঃ)  সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক  
SUSAR Homoeopathic Clinic 
                                 
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)

🤙 01703862490 (imo/WhatsApp)

★ইমেইলঃ) 
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber

#বিশেষ বার্তাঃ) 
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন। 
=) ধন্যবাদ।

Post a Comment

0 Comments

Close Menu