#বিষয়ঃ ফুসফুসের যক্ষ্মারোগ বা টি বি
#যক্ষ্মা অবশ্যই একটি মারাত্মক রোগ কারন সঠিক চিকিৎসা না করালে এই রোগ থেকে ফুসফুস ক্যানসার হইতে পারে। উপমহাদেশে একসময় এই রোগের প্রকোপ খুব বেশী ছিল। তবে এখনও এই রোগ প্রচুর দেখা যায়। #এখন সরকারি ভাবে এই রোগের ফ্রি চিকিৎসা করা হইয়ে থাকে।
#রোগের কারনঃ-
অস্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টির অভাব যক্ষ্মা রোগের মুল কারন মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার জীবাণু দ্বারা যক্ষ্মা রোগ সংঘটিত হয়। যক্ষ্মা শরীরের বিভিন্ন জায়গায় হইয়া থাকে যথা- ফুসফুসে যক্ষ্মা (Pulmonary T. B), হাড়ের যক্ষ্মা (Bone T. B) ইত্যাদি।
#রোগের লক্ষন সমূহঃ-
১। একমাস থেকে অধিক সময় ধরে শুকনো কাশি থাকে। বিকেলে মৃদু জ্বর হয়। রাত্রে বৃদ্ধি পায় বা ছাড়িয়া যায়।
২। ধীরে ধীরে রোগী দুর্বল হইয়া যায়। সামান্য কাজ করিলেই রোগী ক্লান্তি ও দুর্বল বোধ করে।
#খাবার ও চিকিৎসাঃ-
১। রোগ ধরা পাড়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকাজ করিবেন, ওষুধ খাইবেন, নিয়মিত শারীরিক পরীক্ষা করাইবেন, যথাসম্ভব বিশ্রাম লইবেন।
২। পুষ্টিকর (মাছ, মাংস, ডিম, হরলিক্স ইত্যাদি) ও প্রয়োজন মত ঔষধ খাইবেন।
#যক্ষা
#যক্ষারোগ
#টিবি
#ফুসফুস
#ফুসফুসেযক্ষা
#টিউবারকুলোসিস
#মাইক্রোব্যাক্টেরিয়া
#lungs
#cough
#coughsyrup
#tuberculosis
#tuberculosisawareness
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments