#বিষয়ঃ ধনুষ্টংকার বা টিটেনাস
#ইহা একটি জীবাণু ঘটিত মারাত্মক ব্যাধি। ইহা একটি প্রতিরোধ যোগ্য রোগ। ঠিকভাবে Vaccine বা টিটেনাস ইঞ্জেকশন দিলে আর টিটেনাস হয় না। সরকারী কর্মসূচির মাধ্যমে টিটেনাস টিকা দেওয়া হয়।
#রোগের কারনঃ- বেসিলাস টিটানি অন্য কথায় Clostridium Tetani নামক জীবাণু দ্বারা এই রোগের উৎপত্তি হয়। শরীরের কোন অংশ কেটে গেলে ঐ স্থানে ক্ষতের সৃষ্টি হয় এবং সেখানে রোগ সৃষ্টি হইয়া সারা শরীরে ছড়িয়া বাসা বাঁধে। তারপর ঐ ক্ষত স্থান থেকে টক্সিন নামক এক প্রকার পদার্থ সৃষ্টি হয়ে শরীরে ছড়িয়ে পড়ে।
#রোগের লক্ষন সমূহঃ-
১। প্রথম অবস্থায় চোয়াল লাগিয়া যায়, মুখ খোলা যায় না -ইহাকে লকজ বলে। বেশী মুখ খুলতে পারে না, চিবাতে পারে না।
২। রোগীর ঘাড় শক্ত হইয়া যায়।
৩। ধীরে ধীরে হাত পায়ের মাংসপেশী এবং শরীরের সমস্ত মাংসপেশী শক্ত হইয়া যায় এবং খিঁচুনি হইতে থাকে।
#খাবার ও চিকিৎসাঃ- শরীরের কোন অংশ কাটিয়া গেলে, পায়ে পেরেক ফুটিলে, অপারেশন করার পর ঘা হইলে, শিশুর নাড়ী কাটিবার পর, আগুনে পুড়িলে টিটেনাস হইবার সম্ভবনা থাকে। সুতরাং এইসব ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী টিটেনাস ইঞ্জেকশন দিতে হইবে।
#টিটেনাস
#ধনুষ্টংকার
#টিকা
#vaccine
#vaccination
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments