#বিষয়ঃ ন্যাজাল পলিপ বা নাকের গোটা
#সর্দির কারনে এই রোগ হয়ে থাকে। ইহা সাধারণত নাকের সম্মুখ ভাগে হয়ে থাকে। যে কার এই রোগ হতে পারে। তবে যারা সর্দিতে বেশী আক্রান্ত হয় তাদের এই রোগ বেশী হয়ে থাকে।
#রোগের কারনঃ- পুরাতন সর্দি থাকলে নাকের ভিতরে সংক্রামিত হয়ে ফুলে উঠতে পারে এবং ঐ স্থানে অধিক জলীয় পদার্থ জমে গোটার ন্যায় দেখায় যা আমরা পলিপ নামে চিনে থাকি।
#রোগের লক্ষণ সমূহঃ-
১। পলিপ ছোট থাকলে কোন লক্ষন প্রকাশ পায় না।
২। পলিপ বড় হলে শ্বাসপ্রশ্বাস এর ব্যাঘাত হয়।
৩। আক্রান্ত স্থানে ব্যাথা হয়।
৪। ব্যাথা তীব্র হলে নাকে হাত দেওয়া যায় না।
৫। মুখ দিয়ে শ্বাস নিতে হয়।
#খাবার ও চিকিৎসাঃ-
১। রোগের প্রাথমিক অবস্থাতেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে।
২। স্বাভাবিক সব খাবার খাবে।
#ন্যাজালপলিপ
#নাকেরগোটা
#নাকেরসমস্যা
#nose
#nasalpolyp
#nasalpolyps
#Polypus
#চর্ম | #যৌ'ন | #মানসিক | #শ্বাসকষ্ট |
#ক্যান্সার | #ব্যথা ও স্ত্রীরোগসহ |
#হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ!
ডাঃ মোঃ রফিকুল ইসলাম (রফিক)
বিএইচএমএস (ঢাকা বিশ্ববিদ্যালয়)
(ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা। #গভ. রেজিঃ এইচ - ১৬৭৭
#প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ)
1) সুসার হোমিওপ্যাথিক স্কুল
2) সুসার মেডিকেল সার্ভিসেস
3) ইয়ালাম হোমিওপ্যাথিক চেম্বার
#চেম্বারঃ) সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক
SUSAR Homoeopathic Clinic
#যেকোন রোগ বিষয়ক বিস্তারিত জানতে ও
চিকিৎসা পরামর্শ নিতে সরাসরি যোগাযোগ মাধ্যমঃ)
🤙 01703862490 (imo/WhatsApp)
★ইমেইলঃ)
drrafiqchamberbd@gmail.com
★ফেসবুক পেজঃ)
https://www.facebook.com/DrRafiqulbhmsbd
★ইউটিউব চ্যানেলঃ)
https://www.youtube.com/@DrRafiqChamber
#বিশেষ বার্তাঃ)
1) অনলাইনেও চিকিৎসা সেবা দেওয়া হয়।
2) সবসময় রেজিস্ট্রার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।
3) নিজে সুস্থ থাকুন। পরিবারকে সুস্থ রাখুন।
=) ধন্যবাদ।
0 Comments