বিশ্বকাপ ফুটবল
----------------
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় : ১৯৩০ সালে।
বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম : ফিফা ট্রফি। সরকারি নাম ’ফিফা ওয়াল্ড কাপ’।
বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ৪ বছর পর পর।
গোল্ডেন বল’ রীতি চালু হয় : ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপে।
গোল্ডেন বুট বা সু’ পুরষ্কার চালু করা হয় : ১৯৩০ সালে।
গোল্ডেন বুট বা সু’ পুরষ্কারের নাম ’এডিডাস গোল্ডেন সু’ নামকরণ করা হয় : ১৯৮২ সালে।
টোটাল ফুটবলের জনক’ বলা হয় : নেদারল্যান্ডসের রাইনাস মিশেলেসকে।
জুলে রিমে কাপ তৈরি করা হয় : ১৯৩০।
জুলে রিমে কাপের ভাস্কর : অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
বিশ্বকাপের চূড়ান- পর্বে অংশগ্রহণকারী প্রথম মুসলিম দেশ : মিশর (১৯৩৮ সালে)।
ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় : ১৯৭৩ সালে।
ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর : সিলভিও গাজ্জানিগা, ইতালি।
বিশ্বকাপ ফুটবলে প্রথম ম্যাচ কোন দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হয় : ফ্রান্স-মেক্সিকো (মন্টেভিডিও, উরুগুয়ে; ১৩ জুলাই ১৯৩০)।
বিশ্বকাপ ফুটবলে প্রথম অফিসিয়াল বলের নাম : টেলষ্টার (Telstar ), ১৯৭০।
বিশ্বকাপ ফুটবলে প্রথম মাসকটের নাম : ওয়াল্ড কাপ উইলি (Willi ); ইংল্যান্ড ১৯৬৬।
বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা : লুই লরেন্ট (ফ্রান্স), বিপক্ষ মেক্সিকো; ১৩ জুলাই ১৯৩০।
বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ : ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমানে ইন্দোনেশিয়া); ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় : ১৯৩৮।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ : ব্রাজিল; ১৯ বার।
বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় : নরম্যান হোয়াইনসাইট (উত্তর আয়ারল্যান্ড); ১৭ বছর ৪১ দিন।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ অধিনায়ক : টর্মি নিয়োলা (যুক্তরাষ্ট্র); ২১ বছর ১০৯ দিন; ১৯৯০।
বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় : রজার মিলা (ক্যামেরুন); ৪২ বছর ৩৯ দিন।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা : রোনালদো (ব্রাজিল); ১৫টি।
বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা : ওলেগ সালেস্কো (রাশিয়া); ৫টি বিপক্ষ ক্যামেরুন; ১৯৯৪।
বিশ্বকাপ ফুটবলে প্রথম হ্যাটট্রিককারী : বার্ট পাতেনাউদে (যুক্তরাষ্ট্র), ১৭ জুলাই ১৯৩০; বিপক্ষ প্যারাগুয়ে।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিককারী : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাষ্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৯)।
বিশ্বকাপের ফাইনালে একমাত্র হ্যাটট্রিকারী : ইংল্যান্ডের জিওফ হার্ষ্ট। ১৯৬৬ সালে পশ্চিম জার্মানির বিপক্ষে।
বিশ্বকাপ ফুটবলে ২০০০তম গোল করেন : মার্কাস এলব্যাক, সুইডেন (২০০৬ সালে, বিপক্ষে ইংল্যান্ড)।
বিশ্বকাপ ফুটবলে সর্বকনিষ্ঠ গোলদাতা : পেলে (ব্রাজিল, ১৯৫৮); ১৭ বছর ২৩৯ দিন, বিপক্ষ ওয়েলস।
বিশ্বকাপ ফুটবলে বয়োজ্যেষ্ঠ গোলদাতা : রজার মিলা (ক্যামেরুন, ১৯৯৪); ৪২ বছর ৩৯ দিন, বিপক্ষ রাশিয়া।
বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা : হাকান সুকুর (তুরস্ক ২০০২); ১১ সেকেন্ডে; বিপক্ষ দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার চ্যাম্পিয়ান কোচ : ২ বার; ভিক্টোরিও পুজো (ইতালি, ১৯৩৪-১৯৩৮)।
বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ চ্যামিস্পয়ন : মারিও জাগালো (ব্রাজিল) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (পশ্চিম জার্মানি)।
এশিয়া কাপ ফুটবল
----------------
প্রথম এশিয়া কাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৫৬ সালে (চ্যাম্পিয়ন দ. কোরিয়া)।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের বর্তমান সদস্য : ৪৬ (সর্বশেষ অষ্ট্রেলিয়া, ১ জানুয়ারি ২০০৬)।
২০০৭ সালের ১৪তম এশিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় : ইরান।
মহিলা বিশ্বকাপ ফুটবল
------------------------
প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় : ১৯৯১ সালে (চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র)।
২০০৭ সালে পঞ্চম মহিলা বিশ্বকাপ ফুটবল-এ চ্যাম্পিয়ন হয় : জার্মানি।
২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে : জার্মানি।
আফ্রিকান নেশন কাপ
----------------
আফ্রিকা মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের নাম : আফ্রিকান নেশন কাপ।
প্রথম আফ্রিকান নেশন কাপ অনুষ্ঠিত হয় : ১৯৫৭ সালে, সুদানে (চ্যাম্পিয়ন মিশর)।
২০১০ সালের আফ্রিকান নেশন চ্যাম্পিয়ন হয় : মিশর (রানারআপ ঘানা)।
আফ্রিকান নেশন কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে : যথাক্রমে ২০১২ সালে যৌথভাবে গ্যাবন ও নিরক্ষীয় গিনি এবং ২০১৪ সালে লিবিয়ায়।
ইউরো ফুটবল
----------------
ইউনিয়ন অব ইউরোপীয় ফুটবল এসোসিয়েশন (UEFA ) গঠিত হয় : ১৫ জুন ১৯৫৪ সালে।
ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের নাম : ইউরোপীয় নেশন্স কাপ।
প্রথম ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় : ১৯৬০ সালে, ফ্রান্সে (চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন)।
ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ হয় বছর: ৪ বছর পর পর
২০১২ সালের ইউরো ফুটবলের আয়োজন : পোল্যান্ড ও ইউক্রেন (২০১৬ সালে ফ্রান্স)।
কোপা আমেরিকা কাপ
------------------------
কোপা আমেরিকা কাপ শুরু হয় : ১৯১৬ সালে।
কোপা আমেরিকা কাপের আয়োজক : CONMEBOL.
CONMEBOL ফেডারেশনভূক্ত সদস্য দেশ : ১০টি; আর্জেনিটনা, ব্রাজিল, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে ও ভেনিজুয়েলা।
২০০৭ সালে ৪২তম কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয় : ব্রাজিল (রানার্সআপ আর্জেন্টিনা)।
ফুটবল এর গুরুত্বপূর্ণ তথ্য
------------------------
ফুটবল খেলার জন্ম : চীনে।
বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম : ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব (প্রতিষ্ঠা ২৪ অক্টোবর, ১৮৫৭)।
বিশ্ব ফুটবলের প্রধান সংস্থার নাম : ফিকা ( FIFA)।
FIFA-এর পূর্ণরূপ : Federation of International Football Association.
FIFA-জন্মলাভ করে : ২১ মে ১৯০৪, ফ্রান্সের রাজধানী প্যারিসে।
ফিফার সদর দপ্তর অবস্থিত : জুরিখ, সুইজারল্যান্ড।
সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিক অন্তরর্ভূক্ত হয় : ১৯০৮ সালে, লন্ডন অলিম্পিকে (উল্লেখ্য, ১৯০০ ও ১৯০৪ সালে অলিম্পিকে ফুটবল অনুষ্ঠিত হয় ক্লাব পর্যায়ে)।
ফিফার প্রতিষ্ঠাতা সদস্য দেশ : ৭টি। যথা : বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
ফিফার বর্তমান সদস্য সংখ্যা : ২০৮টি।
ফিফার সভাপতি : সেপ ব্লাটার সুইজারল্যান্ড ৮ জুন ১৯৯৮-বর্তমান।
0 Comments