Ad Code

Responsive Advertisement

কাবাডি ও কাবাডি খেলা সম্পর্কে বিস্তারিত



কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় : ভারতে।

কাবাডি খেলায় প্রতিদলে খেলোয়াড় : ১২ জন।

প্রথম এশিয়ান কাবাডি টুনামেন্ট অনুষ্ঠিত হয় : কোলকাতায় (১৯৮০ সালে)।

এশিয়ান গেমসে প্রথম কাবাডি অন্তভূর্ক্ত হয় : ১৯৯০ সালে।

কাবাডি খেলা সাফ গেমসের অন্তর্ভূক্ত করা হয় : ঢাকা সাফ গেমসে (১৯৮৫ সালে)।

বাংলাদেশের জাতীয় খেলার নাম : কাবাডি।

কাবাডি খেলায় মাঠের পরিমাপ : ১২.৫ মিটার বাই ১০ মিটার।

কাবাডি খেলায় ব্যবহৃত শব্দ : লোনা, লবি ইত্যাদি।

প্রথম বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হয় : ১৯-২১ নভেম্বর ২০০৪; ভারতে।

প্রথম বিশ্বকাপ কাবাডিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় : যথাক্রমে ভারত ও ইরান। 

Post a Comment

0 Comments

Close Menu