Ad Code

Responsive Advertisement

বাস্কেটবল ও বাস্কেটবল খেলা সম্পর্কে বিস্তারিত




বাস্কেটবলের জনক : ড. জেমস নেইল স্মিথ।

বাস্কেটবল খেলার সূচনা হয় : আমেরিকায়।

বাস্কেটবল খেলার জন্ম : ১৮৯১ সালে, যুক্তরাষ্ট্রে।

বাস্কেটবল কোর্টের মাপ সর্বাধিক : ৮৫ ফুট * ৪৫ ফুট।

বাস্কেটবলে বাস্কেটের উচ্চতা : ১০ ফুট।

আন্তর্জাতিক মানের একটি বাস্কেটবল ম্যাচের সময় : বিরতিসহ ৭০ মিনিট।

বাস্কেটবল প্রতিযোগিতায় প্রত্যেক দলে খেলোয়াড়ের সংখ্যা : ৫ জন।

বাস্কেটবলের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হয় : ১৯৫৮ সালে।

বিশ্ব অলিম্পিকে বাস্কেটবল অন্তর্ভূক্ত হয় : ১৯৩৬ সালে। 

Post a Comment

0 Comments

Close Menu